ফের কথা রাখছেন মমতা! একগুচ্ছ সরকারি পরিষেবায় উপকৃত হবেন ২০ হাজার, কারা পাবেন?

বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষের আগেই সন্দেশখালিতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)! ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে থেকেই শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালি (Sandeshkhali)। জোর করে জমি দখল থেকে শুরু করে মহিলাদের ওপর অত্যাচার এমনই একাধিক ঘটনার সাথে নাম জড়িয়ে ছিল তৃণমূল নেতা শেখ শাহজাহানের। অভিযুক্ত এই তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে সেসময় কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল সন্দেশখালি।

একাধিক পরিষেবা প্রদানের সূচনায় মমতা (Mamata Banerjee)

এই সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করেই গেরুয়া শিবিরের তরফ থেকে রাজনৈতিক ফায়দা তোলারও চেষ্টা করা হয়েছিল। যদিও সেই সময় তৃণমূলের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল দলের তরফে মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধে কোনোরকম সহানুভূতি দেখানো হবে না। হাতেনাতে তার ফলও মিলেছিল ২০২৪-এর লোকসভা নির্বাচনে।

এই কারণেই সন্দেশখালীর ঘটনা কোন প্রভাব ফেলতে পারেনি ভোট বাক্সে। মে মাসের লোকসভা নির্বাচনে সাড়ে তিন লক্ষ ভোটের ব্যবধানে বিজেপির রেখা পাত্রকে গো-হারা হারিয়েছিল তৃণমূল কংগ্রেস। ভোটের আগে বসিরহাট কেন্দ্রে প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন ভোটে জিতলে তিনি সন্দেশখালির মানুষের সঙ্গে দেখা করতে আসবেন।

এবার সেই কথা রাখার পালা। প্রসঙ্গত এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করার পর শারীরিক অসুস্থতার কারণে কিছুদিনের মধ্যেই মৃত্যু হয় এখানকার সংসদ হাজী শেখ নুরুল ইসলামের। যার ফলে এই কেন্দ্রেও খুব তাড়াতাড়ি সম্পন্ন হতে চলেছে উপনির্বাচন। বসিরহাট কেন্দ্রে উপনির্বাচনের আগে এবার সন্দেশখালিতে রাজনৈতিক কর্মসূচি করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যা রাজনৈতিকভাবেও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ‘৩১ ডিসেম্বর পর্যন্ত..,’ মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট! RG Kar কান্ডের প্রতিবাদ আন্দোলনে বিরাট নির্দেশ]

জানা যাচ্ছে একেবারে বছর শেষে আগামী সোমবার ৩০ ডিসেম্বর সন্দেশখালিতে পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর তাঁর আগামী দিনের বেশ কিছু কর্মসূচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভোটের আগে অনেকেই তাঁর কাছে জানতে চেয়েছিলেন, ‘দিদি সন্দেশখালি যাবেন না? বলেছিলাম, পরে যাব। আমি ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাব।’

Mamata Banerjee

এরপরেই এদিন মুখ্যমন্ত্রী জানান এই সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি অন্তত ২০ হাজার মানুষের কাছে রাজ্যের নানান প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার কাজ শুরু করে দেবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ঐদিন মঞ্চ থেকে মোট ১০০ জনের হাতে ওই পরিষেবা পৌঁছে দেবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর ঘিরে জেলা প্রশাসনের মধ্যে তৈরি হয়েছে বাড়তি তৎপরতা। শুক্রবার জেলাশাসক এবং পুলিশ সুপারকে নিয়ে অনুষ্ঠান স্থল পরিদর্শনে যাবেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর