Banglahunt : ছেলের মারে মৃত মা। মৃতের নাম মালতী মন্ডল(৫৫)। হাওড়ার খলিশানী রথতলার ঘটনা। অভিযুক্ত ছেলে রাকেশ মন্ডলকে গ্রেপ্তার করেছে রাজাপুর থানার পুলিশ।
মৃতের পরিবারের দাবি নতুন বাইক কেনে তিন চার মাস আগে সেই বাইকে টাকার কিস্তির জন্য মা ও বাবাকে চাপ দিত অভিযুক্ত যুবক। গতকাল রাতে ওই নিয়েই মায়ের সাথে বচসা। অভিযোগ তারপরই বেধড়ক মারধর শুরু করে মা কে। মাকে বাঁচাতে এলে এক আত্মীয়ও কেও মার।
ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় মা মালতী মন্ডলের। স্থানীয়রাই অভিযুক্তকে ধরে রাজাপুর থানার পুলিশের হাতে তুলে দেয়