বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম ব্যস্ততম স্টেশন হাওড়া (Howrah)। প্রতিদিন প্রায় ১০ লক্ষ যাত্রী যাতায়াত করেন হাওড়া (Howrah) স্টেশন দিয়ে। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী লোকাল ও দূরপাল্লার ট্রেন ধরার জন্য শরণাপন্ন হন এই স্টেশনের। এই আবহে যাত্রী স্বাচ্ছন্দের কথা ভেবে রেলের তরফ থেকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে হাওড়া স্টেশনকে।
ভোলবদল হাওড়া (Howrah) স্টেশনের
এক্সপ্রেস ট্রেনের শেষের দিকের বগিতে সিট থাকলে ট্রেনে উঠতে সমস্যা হবে না যাত্রীদের। পূর্ব রেলের (Eastern Railway) হাওড়া ডিভিশনের ডিআরএম মনীশ জৈন জানিয়েছেন, হাওড়া স্টেশনে কাজ শুরু হতে চলেছে নতুন বছর থেকেই। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি করা হবে যাত্রীদের কথা ভেবে। প্ল্যাটফর্মে যাতে আরো বেশি সংখ্যক যাত্রী আরামের সাথে দাঁড়িয়ে থাকতে পারেন সেই ব্যবস্থা করা হবে।
হাওড়ার ১ নং প্ল্যাটফর্মের (Platform) দৈর্ঘ্য ২৯০ মিটার থেকে বাড়িয়ে ৬৩০ মিটার করা হচ্ছে। ৫৫৪ মিটার দীর্ঘ ৮ নং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেড়ে হচ্ছে ৬০৬ মিটার। ১০ নং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য করা হচ্ছে ৫৪২ মিটার। ৪৩৫ মিটার থেকে বাড়িয়ে ৫৪২ মিটার করা হবে ১১ নং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। পাশাপাশি দৈর্ঘ্য বৃদ্ধি করা হচ্ছে ১২-১৩-১৪-১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্মেরও।
আরোও পড়ুন : রাজ্য সরকারি কর্মীদের পোয়া বারো! DA নয়, এবার এই ভাতা বাড়ালো সরকার, জারি নয়া বিজ্ঞপ্তি
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি করা হলে যাত্রীদের যেমন একদিকে সুবিধা হবে, পাশাপাশি ট্রেন পরিচালনা করার ক্ষেত্রে সুবিধা হবে রেল কর্তৃপক্ষেরও (Indian Railways)। প্ল্যাটফর্ম না পাওয়ার কারণে অনেক সময় দীর্ঘক্ষণ লোকাল ট্রেনকে অপেক্ষা করতে হয় ইয়ার্ডে। সেই কারণে অনেক সময় ট্রেন লেটের মতো ঘটনা ঘটে।
তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ও সংখ্যা বাড়লে সেই সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করছে কর্তৃপক্ষ। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির পাশাপাশি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হবে হাওড়া স্টেশনে (Howrah)। ২৪ বগির ট্রেন দাঁড়ানোর উপযুক্ত প্ল্যাটফর্ম নির্মাণ করা হবে। রেলের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই সম্পূর্ণ হবে এই কাজ।