বাংলাহান্ট ডেস্ক : জেল হেফাজতে গুরুতর অসুস্থ বাংলাদেশের (Bangladesh) হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। গত ২৫ শে নভেম্বর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে কারাবন্দী অবস্থায় রয়েছেন তিনি। এবার জানা গেল, জেলে থাকতে থাকতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। অথচ তাঁকে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠতে শুরু করেছে।
বাংলাদেশে (Bangladesh) জেলবন্দী অবস্থায় অসুস্থ চিন্ময় কৃষ্ণ দাস
বিগত এক মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে (Bangladesh) কারাবন্দী অবস্থায় রয়েছেন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তাঁর হয়ে যাতে কোনো আইনজীবী লড়তে না পারেন তার জন্য চূড়ান্ত ভয়ের পরিবেশ তৈরি করেছে ইউনূস সরকার। চিন্ময় কৃষ্ণের আইনজীবীকে আক্রমণের অভিযোগ উঠেছে। আর এবার অসুস্থতা সত্ত্বেও চিন্ময় কৃষ্ণ দাসকে জরুরি চিকিৎসা না দেওয়ার অভিযোগ উঠল বাংলাদেশ (Bangladesh) সরকারের বিরুদ্ধে।
হিন্দু সন্ন্যাসীর জন্য বিশেষ প্রার্থনার আয়োজন: উল্লেখ্য, বাংলাদেশের (Bangladesh) হিন্দু সংগঠনের তরফে জানানো হয় চিন্ময় কৃষ্ণের অসুস্থতার খবর। পাশাপাশি কলকাতা ইসকনের ভাইস প্রথম রাধারমণ দাস অভিযোগ তোলেন, পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না চিন্ময় কৃষ্ণ দাস। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আগামী ১ লা জানুয়ারি কলকাতার ইসকন মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আরো পড়ুন : ১৬০০ কোটি ছাপিয়ে গর্জন ‘পুষ্পা ২’র, টক্কর প্রভাসের, ২০২৪ এ সবথেকে বেশি ব্যবসা করল এই ১০ ছবি
এক মাসেরও বেশি সময় ধরে জেলবন্দী: প্রসঙ্গত, বাংলাদেশের (Bangladesh) জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। বিএনপি নেতা ফিরোজ খানের দায়ের করা মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয় তাঁকে। গত ২৫ শে নভেম্বর বাংলাদেশের (Bangladesh) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা গ্রেফতার করে চিন্ময় কৃষ্ণকে। সেই থেকে কারাবন্দী অবস্থায় রয়েছেন তিনি।
আরো পড়ুন : কানাকড়িও দিয়ে যাননি স্ত্রীকে, ৬০০ কোটি টাকার বিপুল সম্পত্তি কার নামে উইল করে যান রাজেশ খান্না?
চিন্ময় কৃষ্ণ দাস যাতে জামিন না পান তার জন্য তাঁর আইনজীবীর উপরে আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ (Bangladesh) সরকারের বিরুদ্ধে। এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রমেন রায়। শেষমেষ বর্ষীয়ান আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ চিন্ময় কৃষ্ণের হয়ে মামলা লড়ার জন্য এগিয়ে এলে তাঁকেও হেনস্থার মুখে পড়তে হয়। কিন্তু পিছু হটেননি বর্ষীয়ান আইনজীবী। হিন্দু সন্ন্যাসী যাতে দ্রুত জামিন পান তার জন্য আপ্রাণ চেষ্টা করছেন তিনি। আগামী ২ রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণ মামলার পরবর্তী শুনানির তারিখ রয়েছে।