জেলায় নতুন মহকুমা থেকে সন্দেশের হাব! সন্দেশখালিতে দাঁড়িয়ে একগুচ্ছ ঘোষণা মমতার

বাংলা হান্ট ডেস্কঃ বছরের শুরুতেই সংবাদের শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালি (Sandeshkhali)। স্থানীয় তৃণমূল (Trinamool Congress) নেতা শেখ শাহজাহানের (বর্তমানে বহিষ্কৃত) বিরুদ্ধে উঠেছিল ভূরি ভূরি অভিযোগ। লোকসভা নির্বাচনের সময় জ্বলন্ত ইস্যুগুলির মধ্যে অন্যতম ছিল এটি। এরপর অবশ্য পরিস্থিতি বদলেছে। এই আবহে সোমবার সন্দেশখালি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  মা-বোনেদের ‘অন্তর থেকে প্রণাম’ জানিয়ে এদিনের সভা শুরু করেন তিনি।

সন্দেশখালির সভা থেকে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)

আজ উপভোক্তাদের হাতে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের সুবিধা তুলে দেন মমতা। তিনি জানান, এদিন ১২৩ কোটি টাকা খরচ করে ৬৬টি প্রকল্পের সূচনা হল। সেই সঙ্গেই একাধিক প্রকল্পের শিলান্যাসও করেন তিনি। এর পাশাপাশি এদিন উত্তর ২৪ পরগণা জেলায় নতুন মহকুমা করার কথাও ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী জানান, মানুষকে আরও কাছাকাছি পরিষেবা প্রদান করতে এই নতুন মহকুমা করা হবে।

আজকের সভা থেকে সন্দেশখালির নামকরণের ইতিহাস জানতে চান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই ঘোষণা করেন, বর্ধমানে ল্যাংচা হাবের আদলে এখানে সন্দেশের হাব তৈরি করতে চান তিনি। একইসঙ্গে বলেন, সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে শয্যার সংখ্যা দ্বিগুণ করা হচ্ছে। ৩০ থেকে বাড়িয়ে হাসপাতালের শয্যার সংখ্যা ৬০টি করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ ২ জানুয়ারি…! হাসপাতালে ভর্তি কালীঘাটের কাকু! ED-র মামলায় চার্জগঠন নিয়ে বড় সিদ্ধান্ত আদালতের

বছরের শুরুতে শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে জমি দখল, নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছিল সন্দেশখালির মানুষ। এদিন সেখানে দাঁড়িয়েই স্থানীয় মহিলাদের উদ্দেশে মমতা বলেন, ‘মহিলাদের বলছি, কেউ ডাকলে চলে যাবেন না’। সেই সঙ্গেই সন্দেশখালির বাসিন্দাদের মিলেমিশে থাকার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না’।

Mamata Banerjee

এদিন সভা থেকে সন্দেশখালি কাণ্ড নিয়ে সরাসরি কোনও কথা বলেননি মমতা (Mamata Banerjee)। তবে তাৎপর্যপূর্ণভাবে বলেন, ‘টাকার অঙ্কে খেলা হয়েছে। মানুষকে ভুল বোঝানো হয়েছিল। তবে মিথ্যে বেশিদিন চলে না’। এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘আমি চাই সন্দেশখালির ছেলেমেয়েরা এগিয়ে যাক’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর