পুরোই ফ্রি থাকা-খাওয়া-চিকিৎসা! শেষ জীবনের নিশ্চিত আশ্রয়স্থল! কোথায় পাবেন এমন সুযোগ?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সারাজীবনের জন্য থাকা-খাওয়ার জন্য খরচ করতে হবে না একটা টাকাও। এমনকি বিনামূল্যে মিলছে চিকিৎসা পরিষেবাও। শেষ জীবনে নিশ্চিন্তে দিন কাটানোর এখন অন্যতম সেরা ঠিকানা হয়ে উঠেছে এই বৃদ্ধাশ্রম। অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের শেষ জীবনের আশার আলো হয়ে উঠেছে দেব আবাস বৃদ্ধাশ্রম (Oldage Home)।

খবরের শিরোনামে দেব আবাস বৃদ্ধাশ্রম (Oldage Home)

বাবা-মাকে বৃদ্ধাশ্রমে (Oldage Home) রাখার বিষয়ে অনেক সন্তানই চিন্তা করেন সামাজিক নীতি-নৈতিকতা নিয়ে। তবে বৃদ্ধাশ্রমে বাবা-মাকে রাখার জন্য প্রয়োজন হয় আর্থিক খরচের। সিকিউরিটি ডিপোজিট, মাসিক খরচ, ইমারজেন্সি ফান্ড সহ একাধিক বিষয়টি সুনিশ্চিত করতে না পারলে এন্ট্রি মেলেনা বৃদ্ধাশ্রমে।

Oldage Home

তবে যাদের সামর্থ্য নেই তারা কী করবেন? কোথায় যাবেন? শেষ জীবনে কয়েকটা দিনও কি তারা পাবেন না নিশ্চিত একটা ছাদ? অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের শেষ জীবনে ভরসা দিতে এগিয়ে এসেছেন গৌতম বর্মন। তাঁর উদ্যোগে মঙ্গলম ফাউন্ডেশন পরিচালিত করছে দেব আবাস বৃদ্ধাশ্রম। ছোটবেলা থেকেই গৌতমবাবুর মন কাঁদত অসহায় মানুষের জন্য।

আরোও পড়ুন : এক মাস নয়, বরং ১টি সিলিন্ডারেই চলবে কয়েকমাস, জেনে নিন এই উপায়, ফুরাবে না রান্নার গ্যাস!

পরবর্তীকালে বন্ধুদের সাথে মিলে প্রতিষ্ঠা করেন মঙ্গলম ফাউন্ডেশন। তাদেরই উদ্যোগে ২০২৩ সালের ১০ই ডিসেম্বর পথ চলা শুরু করে দেব আবাস বৃদ্ধাশ্রম (Oldage Home)। বর্তমানে এই বৃদ্ধাশ্রমে রয়েছে ৫৮ জনের থাকার ব্যবস্থা।যারা আর্থিকভাবে সামর্থ্যহীন তারা সম্পূর্ণ বিনামূল্যে এই বৃদ্ধাশ্রমে থাকার সুযোগ পাবেন।

আরোও পড়ুন : বেসরকারি ব্যাঙ্কে চাকরি ছাড়ার ধুম! কর্মী টিকিয়ে রাখতে বিশেষ নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক

তবে যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তারা কিছুটা হলেও অর্থ সাহায্য করতে পারেন। থাকা-খাওয়া থেকে শুরু করে রেগুলার মেডিকেল চেকআপ, সবকিছুই বিনামূল্যে মেলে এই বৃদ্ধাশ্রমে। এমনকি এই বৃদ্ধাশ্রমের বন্ধুত্বপূর্ণ যোগাযোগ রয়েছে বারাসত স্টেট জেনারেল হাসপাতালের সাথে। আপৎকালীন অবস্থায় গ্রীন করিডর করে অসুস্থ আবাসিককে নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে হাসপাতালে।

মঙ্গলম ফাউন্ডেশন পরিচালিত দেব আবাস বৃদ্ধাশ্রমটি (Oldage Home) অবস্থিত বারাসত (Barasat) স্টেশন থেকে মাত্র ৫০০ মিটার দূরে। দেব আবাস ভূমির ঠিকানা- পাইওনিয়র পার্ক, বারাসত, উত্তর ২৪ পরগনা, পিন: ৭০০১২৪। বৃদ্ধাশ্রমের সাথে যোগাযোগ করতে চাইলে ফোন করতে পারেন এই নম্বরে- 9332229012।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X