কেমন পাত্রী চাই, জানিয়ে দিলেন দেব, দেখার মতো হল রুক্মিণীর মুখের এক্সপ্রেশন!

বাংলাহান্ট ডেস্ক : পাত্রী খুঁজছেন দেব (Dev)। হ্যাঁ ঠিকই পড়েছেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই মুহূর্তের সবথেকে জনপ্রিয় সুপারস্টার দেব (Dev) বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। যে অভিনেতা এতদিন বিয়ের নাম শুনলেই ‘পালাই পালাই’ করতেন তিনিই কিনা জীবনসঙ্গিনীর জন্য সুযোগ্য পাত্রীর সন্ধান করছেন! রুক্মিণীর কী হল তবে?

পাত্রী খুঁজছেন দেব (Dev)

ব্যাপারটা খোলসা করেই বলা যাক। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে দেব (Dev) এবং রুক্মিণীর। দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। দেবকে বলতে শোনা যায়, ‘আমি দেব, আমার উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। আমার গায়ের রঙ… কী এটা? ময়লাই তো বলে? আমি পাত্রী খুঁজছি’।

Dev talks about his preference in women

কী জানালেন অভিনেতা: কেমন পাত্রী চাই? উত্তরে দেবকে (Dev) বলতে শোনা যায়, উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি মতো হলে ভালো হয়। সঙ্গে পাত্রীকে রান্না জানতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এরপরেই যখন দেবকে প্রশ্ন করা হয়, তিনি কি রুক্মিণীর মতোই কাউকে খুঁজছেন? উত্তরে দেব (Dev) বলে ওঠেন, ‘ওর মাথায় কোনো বুদ্ধি নেই, তার বুদ্ধি থাকতে হবে’। তবে ভিডিওটি সম্প্রতি ভাইরাল হলেও এটি বেশ আগেকার। দেব রুক্মিণীর লুক দেখেই বোঝা যাচ্ছে ছবিটি ‘কিশমিশ’ ছবির প্রচারের সময়কার। প্রেমিকাকে পাশে নিয়ে দেবের এই খুনসুটি নেটিজেনরাও খুব পছন্দ করেছেন।

আরো পড়ুন : হুড়মুড়িয়ে বাড়বে TRP, ‘জগদ্ধাত্রী’তে নতুন নায়িকা! অঙ্কিতার দিন কি ফুরোলো?

বিচ্ছেদের গুঞ্জন ছড়ায় দুজনের: কিছুদিন আগেই হঠাৎ দেখা গিয়েছিল, দেবকে (Dev) ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন রুক্মিণী। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে দুজনের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন। তবে রুক্মিণী বলেছিলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। কারণ তাঁর সোশ্যাল মিডিয়া সামলায় তাঁর টিম। কীভাবে এসব হয়েছে তাঁর কোনো ধারণা নেই। তবে বিচ্ছেদের সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে অভিনেত্রী জানিয়ে দিয়েছিলেন, তিনি বাস্তব জীবনেও ফলো করেন দেবকে (Dev)।

আরো পড়ুন : নতুন বছর উদযাপন “হারাম”, মুসলিমদের জন্য ফতোয়া জারি করে কী জানাল সর্বভারতীয় ইসলাম সমাজ?

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে দেবের নতুন ছবি ‘খাদান’। মাত্র কয়েক দিনেই ১০ কোটি ছুঁতে চলেছে ছবির আয়। আগামীতে আবার মুক্তির অপেক্ষায় রয়েছে রুক্মিণীর ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’। এই ছবিটির সহ প্রযোজনা করেছেন দেব।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর