বাংলাহান্ট ডেস্ক : প্রাচীন ভারতের এক মহান দিকপাল ছিলেন আচার্য চাণক্য (Acharya Chanakya)। অর্থশাস্ত্র, কূটনীতি, রাজনীতিতে অবাধ পাণ্ডিত্য ছিল এই মহীরুহের। যে কেনো বিষয় বিশ্লেষণ করে তার গভীরে পর্যালোচনা তাঁর মতো খুব কম মানুষই পারতেন। মানুষের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আচার্য চাণক্য আলোকপাত করে গিয়েছেন।
আচার্য চাণক্যের (Acharya Chanakya) দাম্পত্য বিশ্লেষণ
স্বামী-স্ত্রীর সুখী দাম্পত্য জীবনের পিছনে কোন কোন বিষয় সম্পর্কে দায়িত্ববান হওয়া উচিত সেই ব্যাপারেও ধারণা দিয়ে গিয়েছেন আচার্য চাণক্য (Acharya Chanakya)। স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান কত হলে সুখের হয় দাম্পত্য জীবন? সেই সম্পর্কেও আলোকপাত করেছেন আচার্য চাণক্য। আচার্য চাণক্যর নীতি অনুসরণ করে অনেকেই জীবনে সফলতা পেয়েছেন।
আজও গোটা বিশ্বে আচার্য চাণক্যর নীতি (Chanakya Niti) সমাদৃত। অনেকেই মনে করেন আচার্য চাণক্যর নীতি অনুসরণ করে চললে জীবন হয় সুন্দর, সফলতা আসে ক্যারিয়ারে। আচার্য চাণক্য (Acharya Chanakya) বলেছেন, সুখী দাম্পত্য জীবন চাইলে স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান খুব একটা বেশি হওয়া উচিত না। স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনে সুমধুর সম্পর্কের জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ।
আরোও পড়ুন : কেমন পাত্রী চাই, জানিয়ে দিলেন দেব, দেখার মতো হল রুক্মিণীর মুখের এক্সপ্রেশন!
স্ত্রীর বয়সের চেয়ে স্বামীর বয়স অনেক বেশি হলে সংসার জীবনে আসে নানান জটিলতা। চাণক্যর মতে, কোনো পুরুষের উচিত নয় বয়সে অধিক ছোট মহিলাকে বিয়ে করা। চাণক্য (Acharya Chanakya) বলেছেন, স্ত্রীর থেকে স্বামীর বয়স যদি অত্যধিক বেশি হয় তাহলে সেই দাম্পত্য বেশি দিন স্থায়ী হয় না। খুব অল্প দিনের মধ্যে সেই বিয়ে ভেঙে যেতে পারে। স্বামী ও স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান অত্যধিক বেশি হলে দুজনের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
বয়সের ব্যবধান বেশি হলে স্বামী-স্ত্রীর মধ্যে দেখা দেয় মানসিক দূরত্ব। দুটি মানুষের দুটি ভিন্ন ভাবনা-চিন্তা ফাটল ধরায় দাম্পত্য জীবনে। আচার্য চাণক্যর মতে, স্বামী ও স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান ৩ থেকে ৫ বছর হওয়া উচিত। এই ব্যবধান থাকলে মিল থাকে দুজনের মানসিকতায়। যদি স্বামী ও স্ত্রীর বয়স এক হয় তাহলে অত্যন্ত সহাবস্থান করে তাদের মানসিকতা। এই ধরনের দম্পতিরা দাম্পত্য জীবন উপভোগ করেন চুটিয়ে।