নতুন বছরেই বিরাট উপহার! ফের সন্তোষ ট্রফি জিতল বাংলা, প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: বাংলার ফুটবল অনুরাগীরা নতুন বছরের সবথেকে বড় উপহার ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। বর্ষবরণের রাতে ফুটবলের উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন তাঁরা। আর হবে নাইবা কেন। ওই বিশেষ দিনেই ফের সন্তোষ ট্রফি (Santosh Trophy) চ্যাম্পিয়ন হয়েছে বাংলার টিম। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই নিয়ে মোট ৩৩ বার এই ট্রফি জিতেছে বাংলা। এদিকে, এর এর আগে ২০২১-২২ মরশুমেও বাংলার ফুটবল টিম ফাইনালে উঠলেও টাইব্রেকারে কেরলের কাছে হেরে গিয়েছিল।

ফের সন্তোষ ট্রফি (Santosh Trophy) জিতল বাংলা:

তবে, এবার সেই প্রতিশোধ নেওয়া হল। কারণ, কেরলকে হারিয়েই এবার সন্তোষ ট্রফি (Santosh Trophy) চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। ফাইনালের দুর্ধ্বশ্বাস লড়াইতে অ্যাডেড টাইমে রবি হাঁসদা ম্যাচের একমাত্র গোলটি করেন। আর তারপরেই বর্ষবরণের রাত আরও স্মরণীয় হয়ে ওঠে বাংলার ফুটবল প্রেমীদের কাছে। এদিকে, এই বিশেষ জয় হাসিলের পর স্বাভাবিকভাবেই শুভেচ্ছার বন্যায় ভাসছে বাংলার ফুটবল টিম। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব সহ প্রাক্তন এবং বর্তমান ফুটবলাররাও দলকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা দলকে শুভেচ্ছা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া মারফত বলেন, “দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান ঘটল। বাংলার সন্তোষ ট্রফি (Santosh Trophy) পুনরুদ্ধার দিয়ে ২০২৫ সালের শুভ সূচনা ঘটছে। এই নিয়ে রেকর্ড-ব্রেকিং ৩৩ বার চ্যাম্পিয়ন।” এর পাশাপাশি তিনি রবি হাঁসদার প্রশংসা করেন। এছাড়াও, অধিনায়ক চাকু মান্ডি সহ কোচ সঞ্জয় সেন থেকে শুরু করে সমগ্র দল এবং ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেককে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, “ভারতীয় ফুটবলের ক্ষেত্রে বাংলা বরাবরই গুরুত্বপূর্ণ অবদান রাখে । আগামী দিনেও আরও সুন্দর মুহূর্ত আসতে চলেছে।”

আরও পড়ুন: IPL-এর আগে বিরাট “সারপ্রাইজ” পেল KKR! বল হাতে এবার ঝড় তুললেন রিঙ্কু

এদিকে, বর্ষবরণের রাতে বাংলা ফুটবলের সন্তোষ ট্রফি (Santosh Trophy) জয়ের সাফল্যে খুশি হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। তিনি বাংলার এই জয়কে নতুন বছরের উপহার হিসেবেও বিবেচিত করেছেন। এদিকে, সোশ্যাল মিডিয়াতে বাংলার ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যাও।

আরও পড়ুন: জল্পনা শেষ, নতুন বছরের শুরুতেই শেষ হবে রোহিত-বিরাটের টেস্ট কেরিয়ার? সামনে এল বড় আপডেট

এর পাশাপাশি, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর শুভেচ্ছাবার্তায় বাংলার ৩৩ বার সন্তোষ ট্রফি (Santosh Trophy) জয়ের বিষয়টি উপস্থাপিত করে সঞ্জয় সেনের কোচিং এবং মান্ডির অধিনায়কত্বের প্রশংসা করেন। তিনি এই জয়ের সাথে সম্পর্কিত প্রত্যেককে ধন্যবাদও জানান।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর