বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরেই বড়সড় ধাক্কার সম্মুখীন হলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তামিলনাড়ু পাওয়ার ডিস্ট্রিবিউশন কর্পোরেশন আদানি গ্রুপের (Adani Group) কোম্পানি আদানি এনার্জি সলিউশনস লিমিটেডকে জারি করা স্মার্ট মিটার কেনার জন্য গ্লোবাল টেন্ডার বাতিল করেছে। এদিকে, ইতিমধ্যে বিষয়টির পরিপ্রেক্ষিতে কর্পোরেশন জানিয়েছে কোম্পানিটি এর জন্য বেশি টাকা চেয়েছিল।
বড়সড় ধাক্কা খেল আদানি গ্রুপ (Adani Group):
প্রসঙ্গত উল্লেখ্য যে, কেন্দ্রীয় সরকারের নতুন ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমের অধীনে স্মার্ট মিটার সরবরাহ করার জন্য ২০২৩ সালের অগাস্টে ৪ টি প্যাকেজের আকারে টেন্ডার জারি করা হয়েছিল। একটি সূত্র জানিয়েছে যে, আদানি গ্রুপের (Adani Group) কোম্পানি চেন্নাই সহ ৮ টি জেলাকে “কভার করে” টেন্ডারের প্যাকেজ-১-এর জন্য সর্বনিম্ন বিড করেছিল।
এর মধ্যে ৮২ লক্ষেরও বেশি স্মার্ট মিটার স্থাপন করা হয়েছে। যদিও, এই টেন্ডারটি ২০২৪ সালের ২৭ ডিসেম্বর তারিখে বাতিল করা হয়। কারণ কোম্পানিটি একটি উচ্চ মূল্য কোট করেছিল। এমতাবস্থায়, ফের টেন্ডার জারি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্র জানিয়েছে। তবে, বিশদ বিবরণ না দিয়ে, সূত্র জানিয়েছে আরও ৩ টি প্যাকেজের টেন্ডারও বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: নতুন বছরেই বিরাট উপহার! ফের সন্তোষ ট্রফি জিতল বাংলা, প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী
আদানির বিরুদ্ধে উঠেছিল অভিযোগ: জানিয়ে রাখি, তামিলনাড়ু সরকার এমন এক সময়ে এই পদক্ষেপ নিয়েছে যখন গৌতম আদানি বড়সড় বিতর্কের সম্মুখীন হয়েছেন। তাঁর বিরুদ্ধে সোলার পাওয়ারের চুক্তি পেতে সরকারি আধিকারিকদের ২৫০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২,১০০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: IPL-এর আগে বিরাট “সারপ্রাইজ” পেল KKR! বল হাতে এবার ঝড় তুললেন রিঙ্কু
এদিকে, মার্কিন কৌঁসুলিরা এই মামলায় আদানি এবং তাঁর গ্রুপের (Adani Group) আরও কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। যার ফলে তাৎক্ষণিকভাবে আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ারেও প্রভাব পড়েছিল। যদিও, আদানি গ্রুপ এই অভিযোগ অস্বীকার করেছে।