নতুন বছরে মায়ের কোলে চেপে প্রকাশ্যে কৃষভি! কাঞ্চন নাকি শ্রীময়ী, কার মতো দেখতে হল খুদেকে?

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরের শুরুতেই বড়সড় সারপ্রাইজ দিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। বছরের শুরুতেই মেয়ে কৃষভিকে প্রকাশ্যে নিয়ে এলেন তিনি। ২০২৪ এ কাঞ্চন শ্রীময়ীর বিয়ে এবং সন্তান জন্ম নিঃসন্দেহে সবথেকে বড় ঘটনা ছিল। এ নিয়ে বিতর্কও চলেছিল দীর্ঘদিন। তবে এখন অবশ্য সেসব অতীত। ট্রোল, সমালোচনাকে তুড়ি মেরে দিব্যি আছেন কাঞ্চন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)।

মেয়েকে প্রকাশ্যে আনলেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)

বছরের শুরুতেই অনুরাগীদের জন্য বিশেষ পোস্ট করলেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। একরত্তিকে কোলে নিয়ে ধরা দিলেন তিনি। পাশে স্বামী কাঞ্চন আর মা। মেয়ের পরনে গোলাপি পশমের পোশাক আর মাথায় টুপি। শ্রীময়ীও (Sreemoyee Chattoraj) মেয়ের সঙ্গে রঙ মিলিয়ে পরেছিলেন গোলাপি শাড়ি। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি বলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা, অতীতের সব খারাপ দূরে সরে যাক।

Sreemoyee chattoraj shared her daughters photo

পরিকল্পনা ছিল অন্য: আনন্দবাজার অনলাইনকে শ্রীময়ী (Sreemoyee Chattoraj) বলেন, তিনি ভেবেছিলেন বর্ষবরণের রাতে বারোটার পর মেয়ের ছবি শেয়ার করবেন। কিন্তু তাঁরা যতক্ষণে বাড়ি ফেরেন ততক্ষণে মেয়ে ঘুমিয়ে কাদা। তাছাড়া তিনি নিজেও সাজতে ভালোবাসেন। তাই বছরের প্রথম দিনেই সেজেগুজে মা মেয়েতে ছবি তুলেছেন। অবশ্য কৃষভির মুখ এখনো দেখাননি তিনি।

আরো পড়ুন : মুইজ্জুকে সরাতে আর্থিক সাহায্য ভারতের? অভিযোগ উঠতেই বিরাট প্রতিক্রিয়া মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্টের

কেমন কাটালেন বছরের প্রথম দিন: শ্রীময়ী (Sreemoyee Chattoraj) আরো জানালেন, প্রতি বছর প্রথম দিনটায় উপোস করে তিনি কাশীপুর উদ্যানবাটিতে গিয়ে পুজো দেন। তারপর যান দক্ষিণেশ্বরে। সেখানেও পুজো দিয়ে ভোগ খেয়ে তারপর কালীঘাট মন্দির। সেখান থেকে সোজা বাড়িতে এসেছেন। বাড়িতে অপেক্ষায় ছিল ছোট্ট মেয়ে। রাতে অবশ্য পাঁঠার মাংস আর ভাত দিয়েই ডিনার সারবেন বলে জানান শ্রীময়ী (Sreemoyee Chattoraj)।

আরো পড়ুন : অত্যাচারিত হিন্দুরা নয়, বাংলাদেশ থেকে লুকিয়ে ভারতে প্রবেশ করেছে কারা? জানলে উড়বে ঘুম

কিছুদিন আগেই ঘুরতে গিয়েছিলেন কাঞ্চন শ্রীময়ী। সঙ্গে গিয়েছিল খুদে কৃষভিও। তাকে সঙ্গে নিয়েই দিব্যি দার্জিলিং, পেলিং ঘুরেছেন দুজনে। তবে শ্রীময়ী বলেন, এখনো তো মেয়ে বড্ড ছোট। তাই এ বছরে আর কোনো ঘুরুঘুরু না। আগামী বছরে মা বাবার সঙ্গে সেও যোগ দেবে আনন্দে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর