বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সঙ্গীতের ভক্ত ছড়িয়ে রয়েছে দেশ বিদেশে। বিশেষ করে বলিউডে প্লেব্যাক করার স্বপ্ন তো কমবেশি সমস্ত গায়ক গায়িকাদেরই (Singer) রয়েছে। বর্তমানে বলিউডের সঙ্গীত ইন্ডাস্ট্রি যাঁরা শাসন করছেন তাঁদের মধ্যে প্রতিভাবান গায়িকার সংখ্যা কম নেই। এক্ষেত্রে প্রথমেই যাঁদের নাম মাথায় আসে তাঁরা হলেন আশা ভোঁসলে, শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান, পলক মুচ্ছল, নেহা কক্করদের মতো গায়িকারা। অথচ জানলে অবাক হবেন, এঁরা কেউই কিন্তু ভারতের সবথেকে সবথেকে ধনী গায়িকা (Singer) নন।
ইনিই ভারতের সবথেকে ধনী গায়িকা (Singer)
ভারতের সবথেকে ধনী গায়িকার (Singer) তকমা যাঁর দখলে রয়েছে তিনিও কিন্তু বলিউডেই গান। তবে বিপুল সম্পত্তির অধিকারী হলেও তাঁর নাম গায়িকাদের প্রথম সারিতে আসে না। তিনি তুলসী কুমার। প্রথম সারিতে তাঁর নাম উচ্চারিত না হলেও তিনিও কিন্তু কম জনপ্রিয় নন। বলিউডে বিভিন্ন ছবিতে বহু সুপারহিট গান উপহার দিয়েছেন তুলসী।
এত সম্পত্তি করলেন কী করে: ২০০০ সালের শুরুর দিকে হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু ছবিতে গান গেয়েছিলেন তুলসী। তখন থেকেই তাঁর জনপ্রিয়তার শুরু। বলিউডি কেরিয়ারে ভুলভুলাইয়া, রেডি, দাবাং, কবীর সিং এর মতো ছবিতে গান গেয়েছেন তিনি। তবে প্রথম সারিতে না থেকেও এত সম্পত্তি করলেন কী করে তুলসী?
আরো পড়ুন : নতুন বছরে মায়ের কোলে চেপে প্রকাশ্যে কৃষভি! কাঞ্চন নাকি শ্রীময়ী, কার মতো দেখতে হল খুদেকে?
কত সম্পত্তির মালিক তিনি: আসলে অনেকেই জানেন না, তুলসী কুমার আসলে টি সিরিজের প্রতিষ্ঠাতা গুলশন কুমারের কন্যা (Singer)। পারিবারিক সূত্রে একটা বড় অংশ পেয়েছেন তিনি সম্পত্তির। পাশাপাশি ‘কিডস হাট’ নামে একটি ইউটিউব চ্যানেলও রয়েছে তাঁর। সব মিলিয়ে তুলসীর সম্পত্তির পরিমাণ প্রায় ২১০ কোটি টাকা।
আরো পড়ুন : মুইজ্জুকে সরাতে আর্থিক সাহায্য ভারতের? অভিযোগ উঠতেই বিরাট প্রতিক্রিয়া মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্টের
বলিউড তথা গোটা দেশের মধ্যে তিনিই সবথেকে ধনী গায়িকা। তারপরেই রয়েছেন শ্রেয়া ঘোষাল। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১৮০-১৮৫ কোটি টাকা। তিন নম্বরে রয়েছেন সুনিধি। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১০০-১১০ কোটি টাকা।