বাংলা হান্ট ডেস্কঃ এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাহায্য চাইলেন খোদ কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। দিনের পর দিন জমি জটের কারণে আটকে থাকা রাজ্যের কুড়িটি জাতীয় সড়ক প্রকল্পের কাজে এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়ে এদিন চিঠি লিখেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
মমতার (Mamata Banerjee) হস্তক্ষেপ চাইলেন গড়করি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) লেখা ওই চিঠিতে নীতিন গড়করি লিখেছেন, জমি অধিগ্রহণের সমস্যার কারণে প্রকল্পগুলির কাজ বিলম্বিত হচ্ছে। তিনি জানিয়েছেন মোট নটি প্রকল্প রয়েছে ডিপিআর পর্যায়ে, অর্থাৎ ডিটেল প্রজেক্ট রিপোর্ট। এছাড়া বাকি ১১ টি প্রকল্পের কাজ বিভিন্ন পর্যায়ে আটকে রয়েছে জমি অধিগ্রহণ,বনদপ্তরের ছাড়পত্র সহ বিভিন্ন ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমোদন না মেলার কারণে। যার ফলে প্রকল্পের কাজেও দেরিও হচ্ছে।
এই সমস্ত প্রকল্পের কাজ যাতে দ্রুত এবং মসৃণ ভাবে সম্পন্ন হয় তার জন্যই মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) একটি চিঠি লিখে আর্জি জানিয়েছেন নীতিন গড়কড়ি। এদিন সমস্ত স্টক হোল্ডারদের সাথে পর্যালোচনা বৈঠক করেছেন মুখ্য সচিব। চিঠিতেই সেই অনুরোধ-ও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
আরও পড়ুন: আরও বিপাকে সন্দীপ ঘোষ! CBI-এর কাছে সব সত্যি ফাঁস করল কে?
জমি অধিগ্রহণের সমস্যার কারণে পশ্চিমবঙ্গে একাধিক রেল প্রকল্পের কাজ থমকে রয়েছে। এই দাবি আগেও করা হয়েছিল। রেল মন্ত্রকের তরফে বলা হয়েছে, বাংলায় বিভিন্ন রেল প্রকল্পের জন্য মোট ৩ হাজার ৪০ হেক্টর জমির প্রয়োজন। অথচ সেখানে অধিগ্রহণ করা হয়েছে মাত্র ২১ শতাংশ। অর্থাৎ মাত্র ৬৪০-এর জমি অধিগ্রহণ হয়েছে। এই সমস্যার সমাধান করতে গেলে এখনও প্রায় ২৪০০ একর জমি অধিগ্রহণ করতে হবে।
ওই চিঠিতে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন জমি অধিগ্রহণের জন্য রাজ্য সরকার নাকি কোন সাহায্য করছে না। রেলমন্ত্রক সূত্রে খবর রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করার প্রয়োজন হলে তা সাধারণত করা হয় রাজ্য সরকারের মাধ্যমে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই জমি অধিগ্রহণের কাজ না এগোনোয় থমকে গিয়েছে বিভিন্ন রেল প্রকল্পের কাজ।