ফ্রি’তে চাকরির ট্রেনিং! সঙ্গে মাসে হাতে আসবে ১৫ হাজার! কিভাবে Air India’র এই সুযোগ পাবেন?

বাংলাহান্ট ডেস্ক : বিনামূল্যে ইন্টার্নশিপ (Internship) করানোর পাশাপাশি এই সংস্থা প্রতিমাসে দিচ্ছে ১৫ হাজার টাকা। শিক্ষানবিশদের জন্য অভাবনীয় সুযোগ নিয়ে এসেছে এয়ার ইন্ডিয়া SATS। সংস্থার পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিনামূল্যে ইন্টার্নশিপ প্রশিক্ষণ প্রদান করা হবে মানবসম্পদ বিভাগে।

Government of West Bengal job fair

প্রশিক্ষণ (Training) চলাকালীন প্রার্থীরা প্রতি মাসে পাবেন ১৫০০০ টাকার স্টাইপেন্ড (Stipend)। যারা আবেদন করতে ইচ্ছুক তারা আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। এই প্রতিবেদনে আমরা ইন্টার্নশিপ (Internship) সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছি।

বিনামূল্যে ইন্টার্নশিপ (Internship)

কোন কোন দায়িত্ব পালন করতে হবে: এই ইন্টার্নশিপে (Internship) যারা অংশগ্রহণ করবেন তাদের বেশ কিছু দায়িত্ব পালন করতে হবে প্রশিক্ষণের অংশ হিসাবে। প্রার্থী সন্ধান করে তাদের সাথে খোলাখুলি কথা বলতে হবে। পাশাপাশি যোগাযোগ স্থাপন করতে হবে ম্যানেজারদের সাথে। সংস্থার পক্ষ থেকে দেওয়া টার্গেট পূরণ করার জন্য বিভিন্ন ইভেন্ট ও যোগাযোগ মাধ্যম আয়োজন করতে হবে। এক্সেল ও পাওয়ার BI ব্যবহার করে HR সম্পর্কিত ডেটা বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করতে হবে।

আরোও পড়ুন : ‘কটা লুঙ্গি দেওয়া হয়েছে..,’ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বেজায় ক্ষুব্ধ হাইকোর্ট! রাজ্যের রিপোর্ট তলব

ইন্টার্নশিপের বৈশিষ্ট্য: এই ইন্টার্নশিপে অংশগ্রহণকারী প্রতিমাসে স্টাইপেন্ড হিসাবে ১৫০০০ টাকা করে পাবেন। ট্রেনিং শেষে প্রার্থীকে দেওয়া হবে সার্টিফিকেট ও  সুপরিশপত্র। ৬ মাসের ইন্টার্নশিপ পর্বে প্রার্থীদের থাকতে হবে ট্রেনিং কেন্দ্রে।

Internship

আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে। নিজেদের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য প্রদান করতে হবে প্রার্থীকে। পাশাপাশি আপলোড করতে হবে প্রয়োজনীয় নথির স্ক্যান কপি।

আবেদনের শেষ তারিখ : ২৩ শে জানুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। এই সময়ের মধ্যেই প্রার্থীকে আবেদন জানাতে হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর