বাংলাহান্ট ডেস্ক : প্রায় তিন বছর পর ছোটপর্দায় ফিরতে চলেছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। জি বাংলার ঘরের মেয়ে আবারো কামব্যাক করতে চলেছেন এই চ্যানেলেই। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর আসন্ন ধারাবাহিকের প্রোমো। কিন্তু সেখানে দেখা মেলেনি নায়কের। যদিও পরে শোনা গিয়েছিল, দিতিপ্রিয়ার বিপরীতে দেখা যাবে অভিনেতা রাহুল মজুমদারকে। কিন্তু এবার তিনিও সরে দাঁড়ালেন এই সিরিয়াল থেকে।
দিতিপ্রিয়ার (Ditipriya Roy) সিরিয়াল থেকে সরে দাঁড়ালেন রাহুল
সংবাদ মাধ্যমের কাছে গুঞ্জনের সত্যতা স্বীকার করেছেন রাহুল। তিনিই জানান, লুক সেট হয়ে গিয়েছিল। সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু শেষ মুহূর্তে বাধ্য হয়েই সিরিয়াল থেকে সরে দাঁড়ান তিনি। কিন্তু কেন? সংবাদ মাধ্যমের প্রশ্নে তিনি জানান, সিরিয়ালটি শুটিং শুরু হতে একটু দেরি হচ্ছিল। এদিকে জানুয়ারি মাস থেকেই সিসিএল অর্থাৎ সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু হয়ে যাবে। তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন রাহুল। তাই ওটায় ফোকাস করতে সিরিয়াল থেকে সরে দাঁড়ালেন তিনি।
কেন এমন সিদ্ধান্ত: তবে শুধু এটাই কারণ নয়। রাহুল জানালেন, স্টার জলসা চ্যানেলের সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়েছে ঠিকই, তবে ভালোবাসাটা রয়ে গিয়েছে। ওই চ্যানেলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রাহুলের। জলসার একের পর এক মেগায় অভিনয় করেছেন তিনি। সব মিলিয়েই এই সিরিয়ালটি (Ditipriya Roy) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রাহুল।
আরো পড়ুন : দেশের এই ৪ রাজ্যে ঘটেছে সবথেকে বেশি সড়ক দুর্ঘটনা! রিপোর্ট পেশ করলেন ক্ষুব্ধ গড়করি
কিছুদিন আগেই হয়েছেন বাবা: ব্যক্তিগত জীবনেও অবশ্য বেশ ব্যস্ত অভিনেতা। সদ্য বাবা হয়েছেন তিনি। রাহুল জানান, সিসিএল এর প্রস্তুতির পাশাপাশি মেয়েকে নিয়েই সময় কেটে যাচ্ছে তাঁর। সপ্তাহে তিন চারদিন করে প্র্যাকটিস চলছে তাঁর। তারপর বাড়ি ফিরে মেয়ের সঙ্গে সময় কাটান তিনি।
আরো পড়ুন : ‘শাহরুখ আমার পা চাটছে আর…’, কিং খানের নামে কুকুরের নাম! সমস্ত সীমা ছাড়ান আমির
প্রসঙ্গত, ‘তোমাকে ভালোবেসে’ সিরিয়ালের হাত ধরে টেলিভিশনে কামব্যাক করতে চলেছেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)। এবারে একেবারে আদ্যোপান্ত প্রেমের গল্পে দেখা যাবে তাঁকে। তবে এখনো নায়ক হিসেবে কোনো অভিনেতাকে চূড়ান্ত করা হয়নি বলে খবর। যদিও অনেকেই এই চরিত্রের জন্য উৎসুক হয়ে রয়েছেন বলে খবর। নায়ক ঠিক হওয়ার পরেই শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।