ঠিক যেন আইস কিউব! অনন্ত আম্বানির এই ঘড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে!

বাংলাহান্ট ডেস্ক : অনন্ত আম্বানি (Anant Ambani) এবং রাধিকার শুভ বিবাহ সম্পন্ন হয় গত বছর জুলাই মাসে। মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্রের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতনামা তারকারা। বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, ধর্মগুরু ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদের উপস্থিতিতে অনন্ত ও রাধিকার রাজকীয় বিয়ের অনুষ্ঠান সাড়া ফেলে দিয়েছিল দেশজুড়ে।

অনন্ত আম্বানির (Anant Ambani) বিশেষ ঘড়ি

কোটি কোটি টাকার সেই বিয়ের অনুষ্ঠান আজও আলোচনার বিষয় অনেকের কাছে। শুধু বিবাহ অনুষ্ঠান নয়, পোশাক থেকে শুরু করে হাত ঘড়ি, মুকেশ আম্বানি ছেলের বিয়েতে খরচ করেছেন অকাতরে। অনেকেই হয়ত জানেন অনন্ত আম্বানি (Anant Ambani) বিশ্বের দামি দামি ব্র্যান্ডের ঘড়ি পরতে পছন্দ করেন। রিচার্ড মিল, পাটেক ফিলিপ, অডেমারস পিগুয়েট ও বিভিন্ন নামিদামি সংস্থার ঘড়ি রয়েছে অনন্তর সংগ্রহে। সম্প্রতি স্ত্রী রাধিকার সাথে ঘুরতে গিয়েছিলেন অনন্ত।

আরোও পড়ুন : নতুন বছরে নয়া চমক ISRO-র! NASA-র সাথে গাঁটছড়া বেঁধে লঞ্চ করবে বিশ্বের সবচেয়ে দামি স্যাটেলাইট

সেই ছবি সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে অনন্ত ও রাধিকা দুজনেই পরেছেন নীল রংয়ের পোশাক। তবে নেটিজেনদের নজর কেড়েছে অনন্তর হাতে থাকা নীল ঘড়ি। দা ইন্ডিয়ান হেরোলজির সূত্র অনুযায়ী, যে ঘড়িটিতে অনন্ত আম্বানিকে দেখা যাচ্ছে সেটি শুধুমাত্র উপলব্ধ মিল কোম্পানির কিছু বিশেষ গ্রাহকদের জন্য। এই ঘড়িটিকে তিনটি ফোল্ডিং-এ ভাঁজ করা যায়। ঘড়ির সংগ্রাহকদের মতে, RM 52 -04 স্কাল ঘড়িটি অত্যন্ত বিরল একটি কালেকশন।

Anant Ambani

এই ঘড়িটির (Wrist Watch) দিকে চোখ গেলে মনে হতে পারে আপনি দেখতে পাচ্ছেন নীল এক সমুদ্রকে। একটি মাথার খুলির অবয়ব রয়েছে ঘড়িটির মধ্যে। বিশ্বের ধনী ও বিখ্যাত ব্যক্তিত্বদের কাছে এই ঘড়িটি একটি স্ট্যাটাস সিম্বল। জানা গেছে, Richard Mille RM 52-04 “Skull” Blue Sapphire ঘড়িটির দাম USD ২,৬২৫,০০ বা ২২ কোটি টাকা। প্রস্তুতকারী সংস্থা এই ঘড়িটি মাত্র তিন জনের জন্য তৈরি করেছে। অনন্ত ছাড়া এই ঘড়িটি গোটা বিশ্বে আর মাত্র দুজনের কাছে রয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর