বাংলা হান্ট ডেস্ক: এবার বড়সড় স্বস্তি পেল আদানি গ্রুপ (Adai Group)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আদানি গ্রুপের প্রসঙ্গে বিরাট সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। মূলত, আদানি গ্রুপের গ্রিন এনার্জি কোম্পানির বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রপ্রদেশের নাইডু সরকার। পাশাপাশি, সরকারের স্পষ্ট জানানো হয়েছে যে, যতক্ষণ না আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ আসে এবং অভিযোগ প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকার ওই গ্রুপের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না।
বড়সড় স্বস্তি পেল আদানি গ্রুপ (Adani Group):
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ওয়াড়ায় সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, “যতক্ষণ না সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ওই গ্রুপের (Adani Group) কোম্পানিকে দেওয়া চুক্তি থেকে সরে আসতে পারি না। কারণ এমনটা করার জন্য রাজ্য সরকারকে মোটা অঙ্কের জরিমানা গুণতে হতে পারে।” মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই বিষয়ে প্রমাণ না পাওয়া পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হবে না। তিনি বলেন, “আমাদের আরও প্রমাণ দরকার এবং প্রমাণ পেলেই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।” জানিয়ে রাখি যে, এর আগে, আমেরিকায় আদানি গ্রুপের কোম্পানি এবং চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষের অভিযোগ সামনে আসার পরে, চন্দ্রবাবু নাইডু গত ২২ নভেম্বরে বিধানসভায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
নভেম্বর মাসে, জানা গিয়েছিল যে, অন্ধ্রপ্রদেশের নাইডু সরকার আদানি গ্রিন এনার্জির সাথে সম্পর্কিত পাওয়ার পারচেস এগ্রিমেন্ট (পিপিএ) রাখার বিকল্পগুলি বিবেচনা করছে। সৌর প্রকল্পের লক্ষ্যে চুক্তি পাওয়ার জন্য ঘুষের অভিযোগে মার্কিন বিচার বিভাগ দ্বারা আদানি অভিযুক্ত হওয়ার পরে রাজ্য সরকার এই বিকল্পগুলি বিবেচনা করে।
আরও পড়ুন: রোহিতের ওপর আর নেই ভরসা! এবার ফের অধিনায়ক হবেন কোহলি? সামনে এল বড় আপডেট
তখন রাজ্য সরকারের সূত্র বলেছিল যে, রাজ্য সরকার সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং আদানি গ্রিন এনার্জির সাথে পাওয়ার পারচেস এগ্রিমেন্ট (পিপিএ) বাতিল করার জন্য একটি চিঠি লেখার কথা বিবেচনা করছে এবং এই বিষয়ে কেন্দ্রীয় সংস্থার কাছে তদন্তের জন্য সুপারিশ করতে পারে। এছাড়াও, রাজ্য সরকার বিদ্যুৎ সরবরাহ চুক্তি সম্পূর্ণভাবে বাতিল করার কথা বিবেচনা করতে পারে।
আরও পড়ুন: নতুন বছরে নয়া চমক ISRO-র! NASA-র সাথে গাঁটছড়া বেঁধে লঞ্চ করবে বিশ্বের সবচেয়ে দামি স্যাটেলাইট
এদিকে, এই পাওয়ার পারচেস এগ্রিমেন্টের অধীনে, অন্ধ্রপ্রদেশ সরকারকে ভারতের সোলার এনার্জি কর্পোরেশন থেকে ৭,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কিনতে হবে। উল্লেখ্য যে, সম্প্রতি আমেরিকা ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে সৌর প্রকল্পগুলি সুরক্ষিত করার জন্য ভারতের ওড়িশা, তামিলনাড়ু, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের আধিকারিকদের ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার জন্য গ্রুপের (Adani Group) চেয়ারম্যান গৌতম আদানি সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনে। এই পুরো বিষয়টি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়া দু’টি কোম্পানির মধ্যে রয়েছে আদানি গ্রিন এবং অ্যাজুর পাওয়ার।