মানুষ ভুলতে পারেনি সৌরভকে, রুক্মিণীর ‘বিনোদিনী’তে কে হচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব? নেটিজেনরা বললেন…

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সদ্য নাম পরিবর্তন হয়েছে স্টার থিয়েটারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রাচীন প্রেক্ষাগৃহের নামকরণ করেছেন নটী বিনোদিনী (Binodini) দাসীর নামে। ২০২৪ এর শেষে এসে স্বপ্ন পূরণ হয়েছে বিনোদিনীর। এবার মুক্তি পেতে চলেছে তাঁর জীবনী নির্ভর ছবি ‘বিনোদিনী এক নটীর উপাখ্যান’। মুখ্য চরিত্রে রুক্মিণী মৈত্রের লুক অনেক আগেই প্রকাশ্যে এসেছিল। এবার সামনে এল ছবিতে শ্রীরামকৃষ্ণদেবের লুক।

বিনোদিনী (Binodini) ছবিতে শ্রীরামকৃষ্ণদেবের লুক প্রকাশ্যে

বিনোদিনীর (Binodini) জীবনে শ্রীরামকৃষ্ণদেবের গুরুত্ব ছিল অনস্বীকার্য। আর এই ছবিতে বিনোদিনী রূপী রুক্মিণীর শ্রীরামকৃষ্ণ হতে চলেছেন অভিনেতা চন্দন রায় স্যান্যাল। বছরের প্রথম দিনে কল্পতরু অবতারে আত্মপ্রকাশ করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। এই দিনটিকেই তাই বেছে নেওয়া হয়েছিল ছবিতে পরমহংসদেবের লুক প্রকাশের জন্য।

Who will be sri ramkrishnadeb in binodini film

শেয়ার করা হল পোস্টার: পোস্টারে দেখা যায়, ধবধবে সাদা ধুতি খাটো করে পরা পর্দার শ্রীরামকৃষ্ণ। কাচা পাকা চুল, দাড়ি, ভাবভঙ্গিমাও শ্রীরামকৃষ্ণদেবের মতো। পোস্টারটি শেয়ার করে লেখা হয়েছে, ‘আজ থেকেই প্রায় ১৩৯ বছর আগে, ১৮৮৬ সালের ইংরেজীর বর্ষপূর্তি উৎসবের দিন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ধারণ করেছিলেন তাঁর কল্পতরু অবতার। বঙ্গ রঙ্গ মঞ্চের অভিনেত্রী বিনোদিনী দাসী কে তাঁর চৈতন্য লীলা নাটকের জন্যে তিনি আশীর্বাদ করেন। এই আশীর্বাদ পেয়ে বিনোদিনী খ্যাতির মধ্য গগন থেকে মঞ্চ ত্যাগ করেন। আজ সেই বিশেষ পুণ্য তিথি কে মাথায় রেখে আমরা উন্মোচন করছি শ্রী রামকৃষ্ণ দেবের পোস্টার। রামকৃষ্ণ চরিত্রে অভিনেতা চন্দন রায় সান্যাল এর ফার্স্ট লুক শেয়ার করা হল।’

আরো পড়ুন : করা হচ্ছে জমি চিহ্নিত! কংগ্রেসের অভিযোগ উড়িয়ে মনমোহনের স্মৃতিসৌধের তোড়জোড় মোদী সরকারের

কী বললেন নেটিজেনরা: কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘ফ্রেম বাই ফ্রেম ম্যাচ হয়ে গেল’। আরেকজন লিখেছেন, ‘কাস্টিং ভালো হয়েছে’। আবার কয়েকজন মন্তব্য করেছেন, শ্রীরামকৃষ্ণদেবের চরিত্রে একদম মানাচ্ছে না। আরেকজনের মতে, অভিনেতা সৌরভ সাহাকেই এই চরিত্রে সবথেকে বেশি মানায়।

আরো পড়ুন : শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন রাহুল, নায়ক মিলছে না দিতিপ্রিয়ার! থমকে মেগার শুটিং

প্রসঙ্গত, শ্রীরামকৃষ্ণদেবের চরিত্রে একাধিক (Binodini) অভিনেতা এর আগে অভিনয় করেছেন। তবে করুণাময়ী রাণী রাসমণি সিরিয়ালে সৌরভ সাহার অভিনয় আজও মনে গেঁথে রয়েছে অনেকেরই। পরমহংসদেবের চরিত্রে যেন মিশে গিয়েছিলেন তিনি। তাঁর অভিনয় আজও মিস করেন অনেকেই। তবে বিনোদিনী ছবিতে অভিনেতা চন্দন রায় স্যান্যাল দর্শকদের কতটা মন জয় করতে পারেন সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর