দীর্ঘ ২০ বছর ধরে চলেছিল শো, দু দশক আগে “এই” বিশ্বরেকর্ড গড়েছিল CID! জানলে গর্ব হবে

বাংলাহান্ট ডেস্ক : সিআইডি (CID), শুধুমাত্র একটা শো নয়। নব্বইয়ের দশকের দর্শকদের কাছে এ এক আবেগ। গোয়েন্দা সংস্থার কার্যকলাপ নিয়ে তৈরি ধারাবাহিকটি ভারতীয় টেলিভিশনের দীর্ঘতম শো এর রেকর্ড গড়েছিল। দীর্ঘ ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল এই শো। এসিপি প্রদ্যুম্ন, ইনস্পেক্টর অভিজিৎ, দয়ার মতো চরিত্রগুলি মন জয় করে নিয়েছিল সকলের। সে সময় সবার মুখে মুখে ঘুরত এই চরিত্রগুলির আইকনিক ডায়লগগুলি।

নতুন করে ফিরে এসেছে সিআইডি (CID)

দীর্ঘ প্রতীক্ষার পর ৬ বছর পার করে আবারো ফিরেছে সিআইডি (CID)। পুরনো চরিত্রগুলিকে নতুন করে পেয়ে উচ্ছ্বসিত দর্শকরা। পুরনো অবতারে ফিরতে পেরে খুশি শিবাজি সতম, দয়ানন্দ শেট্টি এবং আদিত্য শ্রীবাস্তবের মতো অভিনেতারাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে শোয়ের পুরনো স্মৃতি রোমন্থন করতে দেখা যায় অভিনেতাদের। কথায় কথায় উঠে আসে ২০০৪ সালের রেকর্ডের প্রসঙ্গও।

Television show CID made this world record

কী রেকর্ড গড়েছিলেন টিম: অনেকেই জানেন না, ২০০৪ সালে সিআইডির (CID) সমগ্র কাস্ট মিলে একটি বিশ্ব রেকর্ড গড়েছিল। কী ছিল সেই রেকর্ড? বিনা ‘কাট’এ একবারে ১১১ মিনিট অর্থাৎ প্রায় ঘন্টার একটি এপিসোড শুট করেছিল সিআইডি (CID) টিম। এ বিষয়ে দয়ানন্দ শেট্টি বলেন, তাঁরা শুধুই অভিনয় করেছিলেন। কিন্তু গোটা বিষয়টা যাঁর মাথা থেকে বেরিয়েছিল তিনি হলেন পরিচালক বি পি সিং। কীভাবে হয়েছিল শুটিং?

আরো পড়ুন : মানুষ ভুলতে পারেনি সৌরভকে, রুক্মিণীর ‘বিনোদিনী’তে কে হচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব? নেটিজেনরা বললেন…

কীভাবে হয় শুটিং: দয়ানন্দ জানান, অভিনেতারা নিজেদের জায়গায় দাঁড়িয়েছিলেন। ক্যামেরাম্যানরা ভারী যন্ত্রপাতি বহন করে নিয়ে পর্বটি শুট করেছিল। একবারে একটি সিঙ্গল শট এপিসোড তৈরির লক্ষ্য নিয়েই ওই পরিকল্পনা করেছিলেন তিনি। শিবাজি সতম বলেন, “আমরা সকলে বিশ্বরেকর্ডের অংশ হয়েছি। আলাদা আলাদা ভাবে নয়, ভারতীয় হিসেবে আমর গর্বিত। আমরা এই টেলিভিশন মিডিয়ার জন্য গর্বিত।”

আরো পড়ুন : করা হচ্ছে জমি চিহ্নিত! কংগ্রেসের অভিযোগ উড়িয়ে মনমোহনের স্মৃতিসৌধের তোড়জোড় মোদী সরকারের

উল্লেখ্য, ২০০৪ সালের ৮ ই অক্টোবর সিআইডি (CID) সিজন ১ এ শুট করা হয়েছিল ওই সিঙ্গল শট এপিসোডটি। ৭ ই নভেম্বর সম্প্রচারিত হয়েছিল পর্বটি। এতে কোনো জাম্প কাট বা স্লো মোশন ছিল না। এক শটেই শুট করা হয়েছিল গোটা এপিসোড।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর