২৫ লক্ষ টাকার জিনিস মিলবে দেড় লাখে! নতুন বছরে বড় ঘোষণা মোদির

বাংলা হান্ট ডেস্কঃ ক্যালেন্ডারে বদলে গিয়েছে সাল। দেখতে দেখতে এসে গিয়েছে নতুন বছর ২০২৫। আর এই নতুন বছরেই জনসাধারণের জন্য ঝুলি ভর্তি উপহার নিয়ে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এক দশক আগে প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব গ্রহণ করার পরেই মোদি জানিয়েছিলেন সকল দেশবাসীর মাথার উপর পাকা ছাদ তৈরি করে দেবেন তিনি। তারপরেই চালু করা হয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, ‘আবাস যোজনা’।

বছর ঘুরতেই বিরাট ‘সারপ্রাইজ’ মোদির (Narendra Modi)

তবে শুধু আবাস যোজনাই নয়, পথের ধারে বসবাসকারী ও ঝুপড়িবাসীদের কথাও ভেবেছেন মোদী (Narendra Modi)। তাই ঝুপড়ি পুনর্বাসন করে ঝুপড়িবাসীদের মাথার উপরে পাকা ছাদের ব্যবস্থা করে দিতেই দিল্লিতে সরকারি ফ্লাট তৈরির উদ্যোগ নেন তিনি। এই নতুন বছরেই ঝুপড়ি পুনর্বাসন প্রকল্পের আওতায় সাধারণ মানুষের মাথার উপর ছাদ থেকে শুরু করে উন্নয়নমূলক একাধিক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদি। 

রাজধানী দিল্লির বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝুপড়ি গুলি সরিয়ে যোগ্য উপভোক্তাদের হাতে নবনির্মিত সরকারি ফ্ল্যাট গুলির চাবি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। দিল্লির অশোক বিহারের সদ্য নির্মিত হয়েছে সরকারি ফ্ল্যাট। এই ফ্লাট উদ্বোধনের পর ঝুপড়ির যোগ্য উপভোক্তাদের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্যোগে ঝুপড়ি পুনর্বাসনের জন্য তৈরি হয়েছে মোট ১ হাজার ৬৭৫ টি সরকারি ফ্ল্যাট। গতকাল ওই আবাসনে গিয়ে নব নির্মিত ফ্ল্যাটগুলির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। যোগ্য উপভোক্তাদের হাতে চাবি ধরিয়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর প্রধানমন্ত্রীর এই প্রকল্পের আওত্তায় প্রত্যেকটি ফ্ল্যাট তৈরি করতে খরচ পড়েছে মোট ২৫ লক্ষ টাকা। তবে যোগ্য যোগ্য উপভোক্তারা এই ফ্ল্যাটগুলি পেয়ে যাবেন মাত্র দেড় লক্ষ টাকায়। শুধু তাই নয় আগামী পাঁচ বছরের রক্ষণাবেক্ষণের জন্য দিতে হবে মাত্র ৩০ হাজার টাকা।

আরও পড়ুন: ভয়ঙ্কর! আলুর কালোবাজারি’র সাথে জড়িত কারা? মমতাকে সব বলে দিলেন বেচারাম

এছাড়াও আরও দুটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। যার মধ্যে একটি হল নৌরজি নগরে তৈরি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আরেকটি হল সরোজিনী নগরের সরকারি কোয়ার্টার। এই সরকারি কোয়ার্টার প্রকল্পের আওতায় থাকবে মোট ২৮ টি টাওয়ার ও আড়াই হাজার ঘর।

Narendra Modi

এই আবাসনে যথাযথ সৌর বিদ্যুৎ এবং নিকাশি ব্যবস্থাও উপলব্ধ রয়েছে। এছাড়াও দ্বারকায় ৩০০ কোটি টাকার অফিস কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। একইসাথে এদিন দিল্লি বিশ্ববিদ্যালয়ের জন্য মোট ৬০০ কোটি টাকার তিনটি প্রকল্পে শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর