উপহারেও এগিয়ে মোদী! মার্কিন ফার্স্ট লেডিকে দিয়েছেন সবথেকে দামি “গিফট”, অবাক গোটা বিশ্ব

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আমেরিকা সফরের সময়ে রাষ্ট্রপতি জো বাইডেনের স্ত্রী তথা মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে যে হিরে উপহার দিয়েছিলেন সেটি এবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, ওই হিরের দাম জানলেই রীতিমতো চমকে উঠবেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রধানমন্ত্রী মোদীর এই উপহারটিকে ২০২৩ সালে বিদেশি নেতৃত্বদের কাছ থেকে বাইডেন এবং তাঁর পরিবারের পাওয়া সবচেয়ে ব্যয়বহুল উপহার হিসেবে বিবেচিত করা হচ্ছে।

সবথেকে দামি উপহার মোদীর (Narendra Modi):

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার মার্কিন বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে, জিল বাইডেনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) যে হিরে উপহার দিয়েছিলেন সেটির মূল্য প্রায় ২০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যেটি হল প্রায় ১৭ লক্ষ টাকা। জিল বাইডেনকে প্রধানমন্ত্রী মোদীর দেওয়া এই হিরেটি ছিল ৭.৫ ক্যারেটের। এমতাবস্থায়, এই উপহারটিই ২০২৩ সালে আমেরিকার রাষ্ট্রপতির পরিবারের কোনও সদস্যের প্রাপ্ত সবচেয়ে ব্যয়বহুল উপহার হয়ে উঠেছে। জানিয়ে রাখি যে, আমেরিকা সফরের সময়ে জিল বাইডেনকে এই উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।

Narendra Modi gave the most expensive gift to Jill Biden.

রাষ্ট্রপতির পরিবারের পক্ষ থেকে পাওয়া অন্যান্য উপহার: এদিকে, প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) ছাড়াও, বাইডেন এবং তাঁর পরিবার ইউক্রেনের রাষ্ট্রদূতের কাছ থেকে ১৪,০৬৩ মার্কিন ডলার মূল্যের একটি ব্রোচ এবং মিশরের রাষ্ট্রপতি ও মিশরের ফার্স্ট লেডির কাছ থেকে ৪,৫১০ মার্কিন ডলার মূল্যের একটি ব্রেসলেট, ব্রোচ এবং ফটো অ্যালবাম পেয়েছেন।

আরও পড়ুন: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে খেলরত্ন পুরস্কার পাচ্ছেন মনু ভাকের! তালিকায় গুকেশ সহ মোট ৪ খেলোয়াড়

মন্ত্রকের নথি অনুসারে, মোদীর (Narendra Modi) উপহার দেওয়া ২০,০০০ মার্কিন ডলার মূল্যের হিরেটি হোয়াইট হাউসের ইস্ট উইংয়ে রাখা হয়েছে। এদিকে, রাষ্ট্রপতি এবং ফার্স্ট লেডি কর্তৃক প্রাপ্ত অন্যান্য উপহারগুলি আর্কাইভে পাঠানো হয়েছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন নিজেও একাধিক দামি উপহার পেয়েছেন। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার বর্তমান ইমপিচড প্রেসিডেন্ট ইউন সুক ইওলের কাছ থেকে পাওয়া ৭,১০০ ডলার মূল্যের একটি ফটো অ্যালবাম, মঙ্গোলীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া ৩,৪৯৫ ডলার মূল্যের মঙ্গোল যোদ্ধাদের একটি মূর্তিও।

আরও পড়ুন: নতুন বছরে আদানি গ্রুপকে বড়সড় উপহার দিল রাজ্য সরকার! জানলে হয়ে যাবেন “থ”

এছাড়াও, তিনি ব্রুনাইয়ের সুলতানের কাছ থেকে পাওয়া ৩,৩০০ ডলারের একটি রুপোর বাটি, ইজরায়েলের রাষ্ট্রপতির কাছ থেকে ৩,১৬০ ডলার মূল্যের রুপোর ট্রে এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির কাছ থেকে ২,৪০০ ডলার মূল্যের একটি কোলাজ পেয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর