বছরের শুরুতেই বিরাট চমক, ফুলকিকে টেক্কা গীতার, এগিয়ে এল গৃহপ্রবেশ, টপার কে?

বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবার ডুব দিয়ে শুক্রবারে হাজির বছরের প্রথম টিআরপি (Target Rating Point)। গত বছরের শেষে যৌথ টপার দেখা গিয়েছিল দুই চ্যানেলের তরফেই। একসঙ্গে প্রথম স্থানে জায়গা করে নিয়েছিল ফুলকি এবং গীতা LLB। কিন্তু নতুন বছরে ফুলকিকে টেক্কা দিয়ে এগিয়ে গেল গীতা। ৮.২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে জলসার এই ধারাবাহিক।

প্রথম টিআরপি (Target Rating Point) তালিকায় কে কত নম্বরে

দ্বিতীয় স্থানে রয়েছে জি এর ‘ফুলকি’। মাত্র ১ নম্বরের জন্য পিছিয়ে ৮.১ নিয়ে দু নম্বরে রয়েছে এই সিরিয়াল। নম্বর অনেকটাই বেড়েছে ‘পরিণীতা’র। জি এর এই নতুন সিরিয়াল প্রথম থেকেই দর্শকদের বেশ নজর কাড়ছে। এ সপ্তাহে ৭.৮ পয়েন্ট (Target Rating Point) নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিরিয়ালটি। নতুন টুইস্ট এনে জগদ্ধাত্রীও ভালো ফল করছে। ৭.৬ নম্বর নিয়ে চারে রয়েছে জি এর বহু পুরনো এই মেগা।

Target rating point trp list of bengali serial is out

পিছিয়ে গেল শ্বেতার সিরিয়াল: তবে নতুন বছরের বড় চমক দিয়েছে ‘গৃহপ্রবেশ’। জি এর কোন গোপনে মন ভেসেছে কে হারিয়ে স্লট তো দখল করেছেই, উপরন্তু ১ পয়েন্টে এগিয়ে ষষ্ঠ স্থান দখল করে নিয়েছে এই ধারাবাহিক। অনিকেত শ্যামলীর ইগোর লড়াই যে বেশ প্রভাব ফেলতে শুরু করেছে দর্শক মনে তা স্পষ্ট টিআরপিতেই (Target Rating Point)।

আরো পড়ুন : পর্দায় দুঁদে সাংবাদিক ‘পর্ণা’, আসলে চেয়েছিলেন “এই” পেশা! বাস্তবে পল্লবীর পড়াশোনার দৌড় কতদূর?

কামব্যাকের চেষ্টায় আদৃত: ‘মিত্তির বাড়ি’ দিয়ে কামব্যাক করে মিঠাই এর জনপ্রিয়তা আনতে না পারলেও ভালোই টিআরপি (Target Rating Point) তুলছে আদৃতের এই মেগা। চলতি সপ্তাহে ৫.৭ নম্বর পেয়েছে ধারাবাহিকটি। আগামীতে নম্বর আরো বাড়বে বলেই আশাবাদী দর্শক।

আরো পড়ুন : দীর্ঘ ২০ বছর ধরে চলেছিল শো, দু দশক আগে “এই” বিশ্বরেকর্ড গড়েছিল CID! জানলে গর্ব হবে

বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (Target Rating Point) তালিকা

প্রথম- গীতা LLB (৮.২)

দ্বিতীয়- ফুলকি, (৮.১)

তৃতীয়- কথা, পরিণীতা (৭.৮)

চতুর্থ- জগদ্ধাত্রী (৭.৬)

পঞ্চম- উড়ান (৭.২)

ষষ্ঠ- রাঙামতী তীরন্দাজ, গৃহপ্রবেশ (৬.৯)

সপ্তম- কোন গোপনে মন ভেসেছে (৬.৮)

অষ্টম- তেঁতুলপাতা (৬.৪)

নবম- শুভ বিবাহ (৬.০)

দশম- আনন্দী (৫.৯)

বর্তমানে জি বাংলার কয়েকটি সিরিয়াল টিআরপির দিক দিয়ে বেশ পিছিয়ে রয়েছে। মিঠিঝোরা, মালাবদল, অমর সঙ্গীর মতো ধারাবাহিকগুলি স্লট বদলে এবং সম্প্রচারের সময় সীমা বাড়িয়েও বিশেষ লাভ হয়নি। এমতাবস্থায় মিঠিঝোরা এবং মালাবদল এর শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর