বাংলাহান্ট ডেস্ক : বাড়ি বসে প্রতি মাসে মিলবে নিশ্চিত পেনশন (Pension)। এলআইসি অক্ষয় পলিসিতে (LIC Jeevan Akshay) বিনিয়োগ করলে সুনিশ্চিত হতে পারে আপনার ভবিষ্যৎ। অবসর গ্রহণের পর যারা প্রতি মাসে নিশ্চিত আয়ের সন্ধান করছেন তাদের জন্য সেরা বিকল্প হতে পারে এই প্ল্যান। এই স্কিমে (Scheme) ৩০ থেকে ৮৫ বছর বয়সী ব্যক্তিরা বিনিয়োগ (Investment) করতে পারেন।
এলআইসি অক্ষয় পলিসিতে (LIC Jeevan Akshay) বিনিয়োগ
সুনিশ্চিত ভবিষ্যৎ ও প্রতিমাসে আর্থিক নিরাপত্তার জন্য বিনিয়োগকারীরা বেছে নিচ্ছেন এলআইসি অক্ষয় পলিসিকে। আপনিও চাইলে বিনিয়োগ করতে পারেন এলআইসির এই স্কিমে (LIC Jeevan Akshay)। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা এই পলিসিতে বিনিয়োগ করে মোটা রিটার্ন পেতে পারেন। যদি স্কিম চলার মাঝখানে কোনো কারণে প্রিমিয়ামের টাকা দিতে না পারেন, তাহলে পেনাল্টি দিয়ে পুনরায় এই স্কিম চালু করতে পারেন।
রেগুলার পেনশন সুনিশ্চিত করতে বিনিয়োগ করতে পারেন এলআইসিতে। সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায় এলআইসি অক্ষয় পলিসিতে। বিনিয়োগকারী চাইলে এর থেকেও বেশি টাকা জমা করতে পারেন। প্রতি মাসে, তিন মাসে, ছমাসে এবং বছরের হিসাবে সুদ প্রদান করা হয়ে থাকে বিনিয়োগকারীকে। ১ লক্ষ টাকা এলআইসি অক্ষয় পলিসিতে বিনিয়োগ করলে অবসরের পর পাবেন ১২ হাজার টাকার রিটার্ন।
আরোও পড়ুন : নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি! এবার সেই ‘কালীঘাটের কাকু’কে নিয়ে বড় খবর
পলিসিতে ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে ২০ হাজার টাকার পেনশন নিশ্চিত। সিঙ্গেল ও জয়েন্ট দুই ভাবেই অ্যাকাউন্ট খুলতে পারেন এখানে। ট্যাক্স বেনিফিটের সুবিধা রয়েছে এলআইসির এই পলিসিতে। এই পলিসিতে প্রবেশ করার জন্য বিনিয়োগকারীর নূন্যতম বয়স ৩০ বছর হতেই হবে। সর্বোচ্চ ৮৫ বছর বয়সীরা বিনিয়োগ করতে পারেন এখানে। এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই পলিসি সংক্রান্ত আরো বিস্তারিত জানতে পারেন।
এমনকি এলআইসির এজেন্ট অথবা অফিসে গিয়েও এই বিনিয়োগ সম্পর্কে অনুসন্ধান করতে পারেন এবং বিনিয়োগ করতে পারেন। যারা ভবিষ্যতে সুনিশ্চিত পেনশনের পরিকল্পনা করছেন তাদের জন্য সেরা বিকল্প হতে পারে এলআইসি অক্ষয় পলিসি। ট্যাক্স বেনিফিটসহ একাধিক সুবিধা প্রদান করা হচ্ছে বিনিয়োগকারীদের। তাই আপনার অবসর জীবনকে সিকিওর করতে বেছে নিন এলআইসির এই পলিসি।