বাংলাহান্ট ডেস্ক : ফের একবার বড় সুখবর উত্তরবঙ্গের (North Bengal) বাসিন্দাদের জন্য। উত্তরবঙ্গের মানুষেরা খুব শীঘ্রই পেতে চলেছেন একটি নতুন ট্রেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে দেওয়া হয়েছে একটি নতুন প্রস্তাব। প্রস্তাবের খবর সামনে আসার পরই নতুন ট্রেনের (Train) বিষয়ে আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ।
উত্তরবঙ্গের (North Bengal) জন্য নতুন ট্রেন (Train)
শিলিগুড়ির বিজেপি বিধায়ক রেলমন্ত্রীকে চিঠি দিয়ে রাতে জলপাইগুড়ি থেকে ট্রেন চালানোর অনুরোধ করেন। বিজেপি বিধায়কের সেই অনুরোধ যদি গ্রাহ্য হয় তাহলে রেলযাত্রা হতে চলেছে আরো আরামদায়ক। একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, একটি নতুন ট্রেন (Train) চলাচল করতে পারে নসিপুর সেতুর উপর দিয়ে।
এমনকি নতুন এই ট্রেনের (Train) নামকরণও হয়ে গেছে। সূত্রের খবর, নতুন ট্রেনটির নাম হতে চলেছে ধুবড়ি-শিয়ালদা মদনমোহন এক্সপ্রেস (Madan Mohan Express)। নতুন ট্রেনের প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে রেল বোর্ডের কাছে। আশা করা যাচ্ছে শীঘ্রই এই সংক্রান্ত অনুমোদন দিতে পারে রেল বোর্ড।
আরোও পড়ুন : তিয়াশার জীবনে নয়া ‘রোশনাই’, নতুন বছরে প্রাক্তনের কাছেই ফিরলেন পর্দার ‘শ্যামা’
যদি রেল বোর্ডের অনুমোদন মেলে তাহলে বহরমপুর বা কৃষ্ণনগর যাওয়া-আসা আরো সহজ হতে চলেছে। সূত্রের খবর, ধুবড়ি-শিয়ালদা মদনমোহন এক্সপ্রেসের প্রাথমিক টাইম টেবিল সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ধুবড়ি থেকে এই এক্সপ্রেস ট্রেন ছাড়তে পারে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। এই ট্রেন পরিষেবা দেবে প্রতিদিন।
আরোও পড়ুন : পেনশন নিয়ে টেনশন? চাপ নেই! ঘরে থেকেই মিলবে মাসে ১২ হাজার! LIC’র এই স্কিম না জানলেই লস
তুফানগঞ্জ, নিউ কোচবিহার, মাথাভাঙ্গা, নিউ চ্যাংরাবান্ধা, জলপাইগুড়ি রোড হয়ে ধুবড়ি-শিয়ালদা মদনমোহন এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি পৌঁছাবে রাত ১০টা ২০ মিনিটে। ট্রেনটি এনজিপিতে হল্ট করবে ১০ মিনিট। এরপর রাত দশটা নাগাদ মদনমোহন এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থেকে রওনা দেবে শিয়ালদার (Sealdah) উদ্দেশ্যে।
বর্তমানে পদাতিক এক্সপ্রেস রাত ৮টা বেজে ১০ মিনিটে ছাড়ে এনজেপি স্টেশন থেকে। তারপর আর রাতে নিউ জলপাইগুড়ি থেকে থাকে না কোনো ট্রেন। রাত যত গভীর হয় ততই উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। যার ফলে চূড়ান্ত সমস্যার মুখোমুখি হন যাত্রীরা। ধারণা করা হচ্ছে, মদনমোহন এক্সপ্রেস চালু হলে সেই সমস্যা অনেকটাই মিটবে।