বাংলাহান্ট ডেস্ক : দেখতে দেখতে ৫ বছর কেটে গিয়েছে বটে। কিন্তু ২০২০ র করোনা আতঙ্ক এখনো ভুলতে পারেনি বিশ্ব। এর মাঝেই ফের নতুন ভাইরাস আতঙ্ক ফিরল চিনে (China)। সেই চিন, যেখানের উহান প্রদেশ থেকে প্রথম ছড়িয়েছিল কোভিড ১৯। এবার ফের সেখানেই মাথাচাড়া দিয়ে উঠল HMPV সংক্রমণ। ২০২৫ এর শুরুতেই কি ফের নতুন অতিমারী হানা দেবে বিশ্বে?
করোনার মতোই নতুন ভাইরাসের আক্রমণ চিনে (China)
হিউম্যান মেটাপনিউমোভাইরাস বা HMPV, এই ভাইরাসের সংক্রমণেই নাকি কাবু চিনের (China) হাজার হাজার মানুষ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিনের (China) হাসপাতালগুলিতে বাড়ছে রোগীর সংখ্যা। এমনকি একটি ভিডিওতে দাবি করা হচ্ছে যে এতে নাকি অনেকের মৃত্যুও হচ্ছে। বেশ কিছু সংবাদ মাধ্যমের রিপোর্টেও দাবি করা হয়েছে, চিনে সংক্রমণ ছড়াচ্ছে এই ভাইরাস।
চিন্তা বাড়াচ্ছে HMPV: সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্টে দাবি করা হচ্ছে, শীতের শুরুতে নাকি HMPV, ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড ১৯ এর মতো একাধিক ভাইরাস মাথাচাড়া দিয়ে উঠেছে চিনে (China)। বিভিন্ন রিপোর্ট বলছে, HMPV ভাইরাসের উপসর্গগুলি নাকি অনেকটাই করোনার মতো। একে করোনার ‘যমজ’ বললেও ভুল বলা হবে না। এমনকি এই ভাইরাসে সংক্রমণের হারও বেশি। আর। আর তাতেই চিন্তা বাড়ছে অন্যান্য দেশগুলিতেও। স্বাস্থ্য আধিকারিকরাও চিন্তায় পড়েছেন বলে খবর।
আরো পড়ুন : তিয়াশার জীবনে নয়া ‘রোশনাই’, নতুন বছরে প্রাক্তনের কাছেই ফিরলেন পর্দার ‘শ্যামা’
কী উপসর্গ রয়েছে এই ভাইরাসের: বিশেষজ্ঞরা বলছেন, HMPV এর উপসর্গ নাকি অনেকটা কোভিড ১৯ এর মতোই। ফুসফুসে হানা দিয়ে শ্বাসকষ্টের সমস্যা বাড়িয়ে তুলছে এই ভাইরাস। এর অন্যতম উপসর্গ হল একটানা কাশি, সঙ্গে ধুম জ্বর। নাক আটকে যাওয়া, গলা ব্যথার মতো উপসর্গও থাকছে। পাশাপাশি অনেকের ক্ষেত্রে মাথাব্যথার উপসর্গও দেখা যাচ্ছে।
আরো পড়ুন : বছরের শুরুতেই বিরাট চমক, ফুলকিকে টেক্কা গীতার, এগিয়ে এল গৃহপ্রবেশ, টপার কে?
উপসর্গের মতো এই ভাইরাসের সংক্রমণের ধাঁচও কোভিড ১৯ এর মতো বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ভাইরাসের সংস্পর্শে আসার ৩-৬ দিন পরে লক্ষণ প্রকাশ পায় বলে খবর। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, HMPV এর সংক্রমণ সবসময় গুরুতর না হলেও দুর্বল শরীরের জেরে শিশুদের নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের মতো রোগ হতে পারে। রিপোর্ট বলছে, সংক্রমিত ব্যক্তিদের হাঁচি কাশি, সোয়্যাব থেকে ছড়াতে পারে HMPV। তবে বেশিরভাগ সময় ২-৫ দিনের মধ্যে HMPV আপনা আপনিই সেরে যায় বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা।