বাংলাহান্ট ডেস্ক : নতুন বছর মানেই নিত্য নতুন বিনোদন। আর ছোটপর্দায় বিনোদনের অন্যতম মাধ্যমই তো সিরিয়াল। বিভিন্ন চ্যানেলে নিত্যনতুন ধারাবাহিকের অন্ত নেই। আবারো এক নতুন প্রোজেক্ট শুরু হতে চলেছে বলে খবর। আর এই নতুন সিরিয়ালের সঙ্গেই কামব্যাক করতে চলেছেন দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit), যাঁকে এর আগে ‘খুকুমণি’, ‘তুঁতে’র মতো চরিত্রে দেখা গিয়েছে। এবার ফের নয়া অবতারে ধরা দিতে চলেছেন তিনি।
নতুন সিরিয়ালে ফিরছেন দীপান্বিতা (Dipanwita Rakshit)
খুব শীঘ্রই নতুন সিরিয়াল আনছে টেন্ট সিনেমা। আর তাদের সিগনেচার স্টাইল মেনে এই নতুন ধারাবাহিকেও থাকছে খেলাধুলোর থিম। যেমনটা জানা যাচ্ছে, সিরিয়ালের নায়িকা হকি খেলোয়াড়। ডানপিটে স্বভাবের মেয়ে অন্যায় দেখলেই রুখে দাঁড়ায়। হকি স্টিকই তাঁর হাতিয়ার। এর আগে খুকুমণি হোম ডেলিভারি সিরিয়ালেও এমনি ঝাঁঝালো চরিত্রে দেখা গিয়েছিল দীপান্বিতাকে (Dipanwita Rakshit)। তবে এবারে আর স্টার জলসা নয়, জি বাংলায় দেখা মিলবে তাঁর।
নতুন জুটি আসছে সিরিয়ালে: কিন্তু তাঁর নায়ক হচ্ছেন কে? উল্লেখ্য, এর আগে শোনা গিয়েছিল, দীপান্বিতার (Dipanwita Rakshit) বিপরীতে দেখা যাবে অভিনেতা ইন্দ্রজিৎ বসুকে। তবে নতুন খবর বলছে, বদলেছে নায়ক। দীপান্বিতার বিপরীতে দেখা যাবে ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ খ্যাত অভিনেতা অয়ন ঘোষকে। ওই সিরিয়ালে হৃদান চরিত্রে খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। সিরিয়ালটি হঠাৎ করেই শেষ হয়ে যাওয়ায় মুষড়ে পড়েছিলেন অনেকেই। অয়নের কামব্যাকে খুশি হবেন দর্শকরা।
আরো পড়ুন : কাজাখস্তান-কোরিয়ার পর এবার এই দেশ! ফের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত একাধিক
কবে আসবে প্রোমো: খুব তাড়াতাড়িই এই সিরিয়ালের প্রোমো সামনে আসবে বলে খবর। সেখানেই নাম এবং অন্যান্য তথ্য জানা যাবে। উল্লেখ্য, দীপান্বিতাকে (Dipanwita Rakshit) শেষবার দেখা গিয়েছে সান বাংলার ‘মঙ্গলময়ী মা শীতলা’ সিরিয়ালে। কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল ধারাবাহিকটি। তার আগে তুঁতে সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি।
আরো পড়ুন : এক বছরের লম্বা গ্যাপ, লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে ভয় পাচ্ছেন সায়ক?
প্রসঙ্গত, জি বাংলায় এই মুহূর্তে দুটি সিরিয়ালের শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। মিঠিঝোরা এবং মালাবদল, টিআরপির অভাবে এই দুটি ধারাবাহিক শেষ করে দেওয়া হতে পারে বলে গুঞ্জন। ইতিমধ্যেই ‘তোমাকে ভালোবেসে’ সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে এসেছে। আরো একটি নতুন ধারাবাহিক এলে কোন স্লটে দেওয়া হবে তা নিয়েও শুরু হয়েছে চর্চা।