টেস্ট ছাড়াও ODI ফরম্যাটে আর অধিনায়ক থাকবেন না রোহিত? সামনে এল ৩ টি কারণ

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক কালের ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সফল অধিনায়কের কথা উঠলে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির সাথে রোহিত শর্মার (Rohit Sharma) নামও আসে। অধিনায়ক হিসেবে রোহিত শর্মার টিম ইন্ডিয়াকে অসাধারণ সাফল্য এনে দিয়েছেন। কিন্তু, এখন সামগ্রিক বিষয়টা খুব একটা ভালো জায়গায় নেই। অস্ট্রেলিয়া সফরে খারাপ পারফরম্যান্সের পর সিডনিতে শেষ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে হিটম্যানকে।

রোহিত শর্মাকে (Rohit Sharma) ঘিরে শুরু জল্পনা:

এদিকে, এই টেস্ট ম্যাচে রোহিত শর্মাকে (Rohit Sharma) বিশ্রাম দেওয়ার পর তাঁর টেস্ট কেরিয়ার এবং অধিনায়কত্ব এখন প্রশ্নের মুখে পড়েছে। টেস্ট অধিনায়কত্বের পাশাপাশি রোহিত শর্মার ODI অধিনায়কত্ব বজায় রাখাও চ্যালেঞ্জিং হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, টিম ইন্ডিয়াকে আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হবে। যেখানে রোহিত শর্মাকে অধিনায়ক করার কথা ছিল। কিন্তু এখন রোহিতের ODI অধিনায়কত্ব নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। মূলত, একাধিক কারণেই এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেইরকমই ৩ টি কারণ উপস্থাপিত করছি।

১. খারাপ ফর্ম: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বর্তমানে তাঁর কেরিয়ারের সবচেয়ে খারাপ সময় পার করছেন। হিটম্যানের ব্যাট ক্রমাগত ব্যর্থ হচ্ছে। টেস্ট ক্রিকেটে শেষ ৩ সিরিজে বিশেষ কিছু করতে পারেননি তিনি। এমতাবস্থায়, তাঁর শোচনীয় পারফরম্যান্স পরিলক্ষিত হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলা টেস্ট সিরিজেও। যেটি অব্যাহত রয়েছে অস্ট্রেলিয়াতেও। বর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিত ৫ টি ইনিংসে মাত্র ৩১ রান করতে পেরেছিলেন। এমন পরিস্থিতিতে এই বাজে ব্যাটিং ফর্ম তাঁর ODI অধিনায়কত্বের পথে বাধা হতে পারে।

আরও পড়ুন: গ্রাম হোক কিংবা শহর! দেশে ক্রমশ কমছে দারিদ্র, সামনে এল বড় রিপোর্ট

২. বয়স বৃদ্ধি: বর্তমানে হিটম্যান (Rohit Sharma) তাঁর কেরিয়ারের শেষ পর্যায়ে রয়েছে। আর কয়েক মাসের মধ্যেই তাঁর বয়স ২৮ বছর হবে। রোহিতের ক্রমবর্ধমান বয়স বিবেচনা করে এবং ২০২৭-এর ODI বিশ্বকাপের কথা মাথায় রেখে বোর্ড অন্য অধিনায়ক প্রস্তুত করতে পারে। এমন পরিস্থিতিতে রোহিত শর্মা ODI অধিনায়কত্ব হারাতে পারেন।

আরও পড়ুন: সর্বনাশ! ঘুষকাণ্ডে বিপদ বাড়ল আদানির, নিউ ইয়র্ক আদালত দিল বড় নির্দেশ

৩. টেস্ট অধিনায়কত্বে খারাপ পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, রোহিত শর্মা (Rohit Sharma) শুধু ব্যাটিংয়েই ব্যর্থ হননি, এর পাশাপাশি অধিনায়কত্বেও তাঁর পারফরম্যান্স খুব একটা ভালো নয়। রোহিত শর্মার নেতৃত্বেই ভারতীয় দল ODI বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল এবং T20 বিশ্বকাপ জেতে। কিন্তু, এখন অধিনায়ক হিসেবে ব্যর্থ হচ্ছেন তিনি। সম্প্রতি শ্রীলঙ্কায় ODI সিরিজে পরাজিত হয়েছে ভারত। এরপর টেস্ট ক্রিকেটে তারা নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে সিরিজ হেরেছে। অস্ট্রেলিয়াতেও টিম ইন্ডিয়া ৫ টি টেস্টের মধ্যে ২ টিতে হেরেছে। যেখানে ১ টি ম্যাচ বৃষ্টি কারণে ড্র হয়। আরেকটি টেস্ট ম্যাচ খেলা চলছে। এমন পরিস্থিতিতে ধারাবাহিকভাবে পরাজয়ের ধারা চলছে। আর সেই কারণেই রোহিত শর্মার অধিনায়কত্বকে ঘিরে বারংবার প্রশ্ন উঠছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর