‘মুখ্যমন্ত্রী যেটা বলছেন ভুল বলছেন..,’ মমতার মন্তব্যে ফুঁসছে আলু ব্যবসায়ীরা

বাংলা হান্ট ডেস্কঃ আলু (Potato) নিয়ে সমস্যার সমাধান এখনও হয়নি। রাজ্যের এই সিন্ডিকেট ভাঙতে কয়েকদিন আগেই কড়া বার্তা দিয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের মানুষকে বঞ্চিত করে ভিন রাজ্যে আলু পাঠানোর উপর কড়া নির্দেশিকা জারি করেছিলেন তিনি। রাজ্যের মানুষের জন্য আলুর যথেষ্ট যোগান না থাকায় বাজারে অগ্নিমূল্য হয়ে উঠেছিল আলু। বাড়তে বাড়তে আলুর দাম পৌঁছেছিল প্রতি কেজি ৪০ টাকা দরে।

মমতার (Mamata Banerjee) মন্তব্যে ক্ষোভ আলু ব্যবসায়ীদের

আলুর মূল্যবৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জায়গা ধরে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন মমতা (Mamata Banerjee)। বিশেষ করে গড়বেতার ‘অসাধু’ চক্র নিয়ে  ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। সরাসরি গড়বেতার অসাধু চক্র নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘গড়বেতার একটি চক্র পুলিশের সঙ্গে মিশে গিয়ে বাইরে আলু পাচার করছে।’

রাজ্যের প্রশাসনিক প্রধানের (Mamata Banerjee) এই মন্তব্যের পর ব্যাপক শোরগোল পড়ে যায় প্রশাসনিক মহলে। এই চাপানউতরের মধ্যেই জোর গলায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করলেন গড়বেতার আলু ব্যবসায়ীরা। এই প্রসঙ্গে  পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক বরুন পন্ডিত অভিযোগ করেছেন, ‘হয় মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে, তা না হলে তিনি জানেন না’। পাশাপাশি পাল্টা চাপ দিতে নতুন আলু না কেনার হুঁশিয়ারি  দেওয়া হয়েছে সংগঠনের তরফ থেকে।

প্রসঙ্গত প্রায় প্রত্যেকদিনই জেলা থেকে রিপোর্ট আসছে হিমঘরে এখনও লক্ষ লক্ষ আলু মজুদ রয়েছে। এই পুরনো স্টক ক্লিয়ার হওয়ার আগেই বাজার ভরে গিয়েছে নতুন আলুতে। জানা যাচ্ছে, আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিম মেদিনীপুরের সমস্ত হিমঘরগুলিতে এখনো প্রায় ১০ লক্ষ প্যাকেটের মতো আলু মজুদ রয়েছে। আর এতেই চিন্তায় আলু ব্যবসায়ীরা।

আরও পড়ুন: একলাফে বাড়বে DA! কত শতাংশ? অষ্টম বেতন কমিশন নিয়েও বড় আপডেট

তাঁদের দাবি অন্যান্য রাজ্যে আলু পাঠানো বন্ধ হয়েছে ঠিকই। কিন্তু রপ্তানি শুরু না হলে এই সমস্যা সমাধানের কোনো উপায় নেই। এরই মধ্যে আবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে গড়বেতার আলু ব্যবসায়ীদের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গড়বেতার আলু ব্যবসায়ী বরুণ পণ্ডিত স্পষ্ট জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী যেটা বলছেন ভুল বলছেন। না জেনে বলছেন।’

Government of West Bengal found potato price hike reason

ব্যবসায়ীর দাবি পশ্চিম মেদিনীপুরে যে ধরনের আলু চাষ হয় তা অতি নিম্নমানের। পশ্চিমবঙ্গের লোক এই আলু ১০% খায় আর বাকি ৯০% আলু রপ্তানি করা হয় বাইরে। হয় ওড়িশা নয়তো বিহারের মতো রাজ্যে চলে যায় এই সমস্ত আলু। একই সাথে তিনি বলেন, ‘সরকার চাইছে কলকাতা বাসীদের কম দামে আলু দিতে। আমরা ব্যবসায়ী হিসেবে বলছি এর জন্য সরকারের একটা নির্দিষ্ট নিয়ম নীতি নির্ধারণ করা উচিত। ইচ্ছা মতো নিয়ম চালু করলে আমরা ব্যবসায়ীরা মাঠে মারা যাবো’। তাঁর দাবি এলাকার জনপ্রতিনিধিরা মুখ্যমন্ত্রীকে সঠিক খবর দিচ্ছেন না। এইভাবে চলতে থাকলে আগামী দিনে ব্যবসায়ীদের আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ থাকবে না বলেও এদিন ক্ষোভ প্রকাশ করেছেন ওই আলু ব্যবসায়ী। 

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর