বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়ে গিয়েছে ২০২৫। দেখতে দেখতে একটা বছর কাটিয়ে ফেলেছেন গোটা বিশ্ববাসী। আর নতুন বছর কেমন কাটবে, দেশের জন্য, বিশ্বের জন্য ভবিষ্যৎ (Prediction) কেমন যেতে চলেছে এই নিয়ে সকলেই চিন্তিত। তবে বছর শুরুর আগেই বিশ্বের ভবিষ্যদ্বাণী করে দিয়ে গেছেন বাবা ভাঙ্গা থেকে শুরু করে নস্ত্রাদামুস। অনেকেই এই দুই ভবিষ্যৎ বক্তার কথার বিশেষ গুরুত্ব দেন। আবার কেউ কেউ এই বিষয়টি খামখেয়ালী ভেবে উড়িয়ে দেন। কিন্তু এবার ২০২৫ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন বছর ৩৮ এক যুবক। কে সেই ব্যক্তি? ২০২৫ নিয়ে তিনি ঠিক কি বলেছেন?
২০২৫ নিয়ে ভবিষ্যদ্বাণী (Prediction) বছর ৩৮ যুবকের:
বছর ৩৮ এই যুবক শুধু ২০২৫ নিয়েই নয় এর আগেও ভবিষ্যদ্বাণী (Prediction) করেছেন। তাঁর প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মিলেও গেছে। তিনি প্রথমবার জানিয়েছিলেন, বিশ্বে করোনা মহামারীর প্রকোপের কথা। শুধু তাই নয়, ২০১৮ সালে তিনি বলেছিলেন ২০১৯ এ ইনফ্লুয়েঞ্জার মত ভাইরাসের বাড় বাড়ন্ত নিয়ে। তিনি আর কেউ নন বিশ্বের অন্যতম ভবিষ্যৎ বক্তা নিকোলাস অজুলা (Nicholas Aujula)। আর তিনি ২০২৫ নিয়েও করেছেন অবিশ্যম্ভাবী ভবিষ্যদ্বাণী।
২০২৫ নিয়ে কি বললেন নিকোলাস অজুলা (Nicholas Aujula): লন্ডনের হিপনোথেরাপিস্ট নিকোলাস অজুলা ভবিষ্যদ্বাণী (Prediction) করেছেন, ২০২৫ সালে তৃতীয় বিশ্বযুদ্ধর মত ঘটনা ঘটবে। এই বছর প্রিন্স চার্লস এবং প্রিন্স হ্যারির মধ্যে বিবাদ মিটে যাবে। কিন্তু এই একটি বছরে কারোর মধ্যে কোন মায়া-মমতা থাকবে না। মানবজাতি ধর্ম এবং জাতীয়তাবাদের নামে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়বে। ব্রিটেনের রাজনৈতিক পরিস্থিতি হয়ে উঠবে অত্যন্ত অস্থির।
শুধু তাই নয় নিকোলাস আরো জানিয়েছেন, নতুন বছরে গবেষণাগারে অঙ্গপ্রত্যঙ্গ তৈরি করা হবে। অতিরিক্ত বৃষ্টিপাত ও বিধ্বংসী বন্যা বানভাসী রূপ নেবে। এই কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে লক্ষ লক্ষ ঘরবাড়ির। সমুদ্রের স্তর দ্রুত বৃদ্ধি পেতে চলেছে এবং অনেক শহর জলের তলায় ডুবে যাবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের রাজনৈতিক পতনেরও ভবিষ্যদ্বাণী (Prediction) করেছেন তিনি। সবমিলিয়ে ২০২৫ সাল কিছু কিছু দেশের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে।
তিনি ঠিক কিভাবে বুঝলেন ভবিষ্যদ্বাণী করতে পারেন: জানা যায়, নিকোলাসের বয়স যখন মাত্র ১৭ তখন থেকেই তিনি ভবিষ্যদ্বাণী (Prediction) শুরু করেন। তিনি কিশোর বয়স থেকেই উপলব্ধি করেন যে, তাঁর মধ্যে এক অদ্ভূত ক্ষমতা রয়েছে। তিনি নিজের পূর্বজীবনের চিত্রও দেখতে পেয়েছেন বলে জানান। নিকোলাস বলেছেন, “আমি দেখেছি যে আমি মিশরে একজন রানি ছিলাম। আমি চীনে একজন দর্জি হিসেবে কাজ করছি এবং হিমালয়ে একজন সন্ন্যাসীও হয়েছি। যখন আমি আফ্রিকায় জন্মেছিলাম, তখন আমি একজন জাদুকরী ছিলাম। এমনকি আমি সিংহ হিসেবেও জন্ম নিয়েছি।” এই থেকেই তিনি বুঝতে পারেন তার মধ্যে ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা রয়েছে।
আরও পড়ুনঃ রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট! হলফনামা সমেত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ
তিনি ঠিক কি কি ভবিষ্যদ্বাণী করেছেন: শুনলে অবাক হবেন, ৩৮ বছরের এই যুবক ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন, ডোনাল্ড ট্রাম্পের জয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার, কোভিড এবং রোবট সেনা সহ বিভিন্ন বড় বড় ঘটনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী (Prediction) করেছিলেন। আর এই প্রত্যেকটি ঘটনায় মিলে গেছে। এখন নজর ২০২৫ এই ঘটনাগুলি আদৌ বাস্তবে রূপ নেয় কিনা।