‘৮৪ লক্ষ যোনি পার করে…’, ‘মিশকা’ অহনার বিয়ের খবরে বিষ্ফোরক প্রতিক্রিয়া মা চাঁদনির!

বাংলাহান্ট ডেস্ক : লিভ ইন সম্পর্ক নয়, রীতিমতো আইনত বিবাহিত দম্পতি তাঁরা। বছরের শুরুতেই এই সত্য সামনে এনেছেন ‘মিশকা’ ওরফে অহনা দত্ত (Ahona Dutta)। মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বয়সে বড়, উপরন্তু ডিভোর্সি দীপঙ্করের সঙ্গে অহনার লিভ ইনে থাকা মোটেই মেনে নিতে পারেননি মা চাঁদনি গঙ্গোপাধ্যায়। মা মেয়ের চরম বিবাদের সাক্ষী থেকেছে নেটপাড়া। কিন্তু অহনা (Ahona Dutta) যে বিয়েটা সেরে ফেলেছেন আগেই, সেকথা কি চাঁদনি জানতেন?

এক বছর আগেই বিয়ে সারেন অহনা (Ahona Dutta)

দিন কয়েক আগেই সকলকে বড়সড় চমক দিয়ে বিয়ের খবর প্রকাশ্যে আনেন অহনা (Ahona Dutta)। জানান, ২০২৩ এর ডিসেম্বরেই দীপঙ্করের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন তিনি। কিন্তু ঘুণাক্ষরেও তা টের পেতে দেননি কাউকে। এমনকি মা চাঁদনিও এ বিষয়ে জানেন কিনা তা তিনি জানেন না বলেই মন্তব্য করেছিলেন।

What did chandni ganguly say on mishka ahona dutta secret marriage

যোগাযোগ নেই মা মেয়ের: বিয়ের বর্ষপূর্তিতে তাঁদের রেজিস্ট্রি ম্যারেজের ছিমছাম ভিডিও সামনে আনেন অহনা (Ahona Dutta)। সেখানে দীপঙ্করের বাবা মায়ের দেখা মিললেও মা চাঁদনির নাম একবারও তোলেননি অভিনেত্রী। মা মেয়ের যে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে তা বুঝতে বাকি নেই কারোরই। এবার সরাসরি এ বিষয়ে মন্তব্য না করে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন চাঁদনি।

আরো পড়ুন : বাড়ির কাছেই ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া বাসের ধাক্কা সৌরভ কন্যার গাড়িতে! কেমন আছেন সানা?

কী প্রতিক্রিয়া দিলেন চাঁদনি: তিনি লিখেছেন, ‘৮৪ লক্ষ যোনি পার করে আমাদের এই জন্ম। তারপরও যদি কেউ অন্যের চোখের জলের কারণ হয় তাহলে ঘৃণার পাত্র হওয়ার যোগ্যতাও যে তার হারিয়ে যায়’। নাম না করে মেয়ে অহনাকেই (Ahona Dutta) যে তিনি বিঁধেছেন তেমনটাই মনে করছেন নেটিজেনরা। একজন চাঁদনির পাশে দাঁড়িয়ে লিখেছেন, ‘মানুষের যত দিন বয়েস কম থাকে কিছু লোক শুধু মাত্র নিজের স্বার্থ চরিতার্থের জন্য অনেক রকম কাজ করে। এটা ভাবেনা এরপর কি হবে। আর একটু বয়েস হলে ই পাপের ভার নিতে পারবে কি না। ভাবেনা। তাই সময়ের কাঁটা ঘুরে আসার অপেক্ষা করতে হয়। এরজন্য হয়তো নিজের মূল্যবান সময় চলে যায় কিন্তু ধৈর্য্য ধরে অপেক্ষা করলে সব কিছু দেখা যায় চোখের সামনে।’

আরো পড়ুন : আগেই উঠেছিল পরকীয়ার অভিযোগ, পিঙ্কির থেকে ডিভোর্স পেতে খোরপোশ বাবদ কত খরচ করতে হয়েছে কাঞ্চনকে?

প্রসঙ্গত, ডান্স বাংলা ডান্স থেকেই চর্চায় আসেন চাঁদনি এবং অহনা (Ahona Dutta)। মা মেয়ের নাচ মুগ্ধ করেছিল দর্শকদের। অথচ এই নাচের জন্যই শ্বশুরবাড়িতে গঞ্জনা শুনতে হয়েছিল চাঁদনিকে। মেয়ের হাত ধরে বেরিয়ে এসে একা বাঁচার লড়াই শুরু করেন তিনি। কিন্তু অনুরাগের ছোঁয়া সিরিয়ালে অহনার পা রাখার পর থেকেই বদলে যেতে শুরু করে সবকিছু। মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেননি মা। অহনার বিয়ের বিষয়েও প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর