পুরোপুরি ফ্রি! ‘এনারা’ বিনে পয়সায় চড়তে পারেন ট্রেনে! তালিকায় কারা আছে জানেন?

বাংলাহান্ট ডেস্ক : সারা ভারতবর্ষ জুড়ে পরিবহন ব্যবস্থার মূল মেরুদণ্ড হিসেবে বিবেচিত হয় ভারতীয় রেল (Indian Railways)। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই রেল পরিষেবা ব্যবহার করে দূর দূরান্তে পৌঁছে যাচ্ছেন। ভারতের রেলের নেটওয়ার্ক এতটাই বিস্তৃত যে, কোথাও যাওয়ার হলে সবার প্রথমে রেল পরিষেবার কথাই মাথায় আসে।

ভারতীয় রেলের (Indian Railways) বিশেষ সুবিধা

কাছাকাছি কোথাও যাওয়া হলে বাস ভালো। কিন্তু দূরে কোথাও যাবার জন্য ট্রেনের থেকে সুবিধাজনক আর কিছুই নেই। কারণ বাসে দীর্ঘ সময় ধরে যাত্রা করা বেশ কঠিন। আর ফ্লাইট পরিষেবা যথেষ্ট দামি, তাই সকলের সামর্থ্য থাকে না। ভারতীয় রেলওয়ের (Indian Railways) নিয়ম অনুসারে, ট্রেনের সিট বুক করার সময় রেলওয়ে তরফ থেকে ভাড়া নেওয়া হলেও অন্য কোন চার্জ নেওয়া হয়না।

Indian Railways is going to take great steps for passengers.

কিন্তু জানেন কি? ভারতীয় রেলে কাদের টিকিট লাগে না? এই বিষয়টি অনেকেরই অজানা। তাই আপনারও যদি জানা না থাকে তাহলে প্রতিবেদনটি পড়ুন মন দিয়ে। ২০২০ সালের ৬ মার্চের রেলমন্ত্রকের পক্ষ থেকে করা একটি বিজ্ঞপ্তি বলছে, ভারতীয় রেলে ভ্রমণ করার ক্ষেত্রে পুরোপুরি ছাড় পায় পাঁচ বছরের কম বয়সের বাচ্চার।

আরোও পড়ুন : বাস নিয়ে দুর্ভোগ অতীত! যাত্রীদের সুবিধার্থে পরিবহণ মন্ত্রীকে কড়া নির্দেশ মমতার

তবে রেলমন্ত্রকে তরফ থেকে বলা হয়েছে যে, “যদি ৫-এর কম বয়সী বাচ্চাদের জন্য একটি বার্থের প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের সমানই টাকা দিতে হবে।” রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের জানান, ৪৬ শতাংশ ছাড়ে ট্রেনের টিকিট বিক্রি করা হয়। রিসিভ করলে দেখা যায়, প্রতি বছর বিভিন্ন শ্রেণিতে মোট ৫৬,৯৯৩ কোটি টাকার ভর্তুকি পান যাত্রীরা (Passenger)।

Children up to this age do not need train tickets Indian Railways

কিন্তু এমনও ট্রেন আছে যেই ট্রেনের (Train) চড়ার জন্য কোন টিকিটের প্রয়োজন নেই।  ভাখড়া-নাঙ্গল ট্রেন! হ্যাঁ, ভাখড়া-নাঙ্গল নামে এই রেল পরিষেবা ৭৫ বছর ধরে মানুষকে পরিষেবা দিচ্ছে। পঞ্জাবের নাঙ্গল এবং হিমাচল প্রদেশের ভাখড়ার মধ্যে ১৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই ট্রেন। সমগ্র যাত্রা পথের পাঁচটি স্টেশনেই থামে এই ট্রেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর