জানুয়ারি জুড়ে হবে উল্কাবৃষ্টি, আতশবাজির মত দেখা মিলবে আকাশে, নজর রাখুন রাত বাড়লেই !

বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়েছে নতুন একটি বছর। আর নতুন বছরের শুরু থেকেই মহাকাশ (Space) নিয়ে বিভিন্ন রকমের তথ্য উঠে আসছে। সম্প্রতি “Wolf Moon” নিয়ে বিরল মহাজাগতিক ঘটনা ঘটার কথা বলেছে মহাকাশ বিজ্ঞানীরা। এই আবহেই মহাকাশ বিজ্ঞানীরা শোনালেন দারুণ একটি সংবাদ। রাতের আকাশে উল্কা বৃষ্টি দেখতে পাবেন গোটা বিশ্ববাসী। রাতের খোলা আকাশেই খালি চোখে দেখা যাবে এই দৃশ্য।

মহাকাশে (Space) এবার উল্কাবৃষ্টি চোখ জুড়াবে সকলের:

মহাকাশ বিজ্ঞানীদের মতে, এই উল্কাবৃষ্টি দেখার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে খোলা প্রান্ত। আগামী ১৬ই জানুয়ারি পর্যন্ত আকাশজুড়ে উল্কা বৃষ্টি হবে। তবে সবচেয়ে বেশি উল্কাপাত হবে ৩ ও ৪ জানুয়ারি। এই দুদিন আকাশে ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যাবে বিরল দৃশ্য। তবে এই দৃশ্যের সাক্ষী থাকার জন্য আপনাকে খুঁজতে হবে কোনো ফাঁকা জায়গা। যদি কেউ শহরে বসবাস করেন তাহলে তাঁকে এমন জায়গায় পৌঁছতে হবে যেখানে কোনও বৈদ্যুতিক আলো বা রাস্তার কোনো আলো চোখে না পড়ে।

Space scientists give a big information

উল্কাবৃষ্টি দেখার জন্য করুন এই কাজ: বিশেষজ্ঞদের মতে, উল্কাপাত দেখার জন্য ফাঁকা জায়গায় বা উঁচু ছাদের ওপর শুয়ে পড়তে পারলে খুব ভালো। কিন্তু শুতে হলেও দিক নির্ণয় করা প্রয়োজন। শোয়ার সময় খেয়াল করবেন পা যেন থাকে উত্তর-পূর্ব দিকে। এতে করে রাতের অন্ধকার আকাশের দিকে তাকালে খুব সহজেই বিষয়টি চোখে পড়বে। তবে হ্যাঁ আকাশ হওয়া চাই মেঘমুক্ত। নইলে এই উল্কা বৃষ্টি দেখতে পারবেন না। মহাকাশ (Space) নিয়ে এমনই তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুনঃ কর্মব্যস্ততায় স্কিন ঝুলে পড়েছে, নো চাপ, মাত্র ১০ মিনিটের চর্চায় ত্বক কথা বলবে, কি করবেন দেখুন!

কখন দেখা যাবে এই উল্কাবৃষ্টি: এইভাবে ঘুমানোর পর আকাশের দিকে তাকালে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন উল্কাপাত হতে। এই উল্কাপাতকে বলা হচ্ছে চতুষ্কোণ উল্কাপাত। এই অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে ভারতে। ভারতের যেকোনো প্রান্ত থেকেই দেখা যাবে তা। মহাকাশ (Space) বিজ্ঞানীদের মতে, ৩ জানুয়ারি সন্ধে সাড়ে ৮টা থেকে শুরু করে ৪ জানুয়ারি ভোরবেলা পর্যন্ত এই দৃশ্য সবচেয়ে বেশি দেখা যাবে। শুধু এই ২ দিন নয় আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত রাতের আকাশে উল্কাপাত দেখা যাবে। তবে ৩ এবং ৪ জানুয়ারি সবচেয়ে বেশি উল্কাপাত হবে। যদিও ইতিমধ্যেই এই ঘটনাটির সাক্ষী প্রায় সকলেই থেকেছেন। তবে ৪ তারিখের পর থেকে উল্কাপাতের সংখ্যাটা কমবে।

আরও পড়ুনঃ কপালে আদুরে চুমু, ডেটের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত ‘সূর্য’ দিব্যজ্যোতির! নেটিজেনরা বললেন, ‘শেষে কিনা…’

এখন প্রশ্ন হচ্ছে ঠিক কি কারণে এই উল্কা বৃষ্টি হবে: আসলে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় এই কক্ষপথের কাছে অনেক ধূমকেতু ও গ্রহাণু এসে পড়ে। রাতের আকাশে যে উল্কাগুলি যেগুলি দেখা গিয়েছে চলেছে তা গ্রহাণুই। আসলে, অনেকসময় গ্রহাণুগুলি ভেঙে ছোট ছোট টুকরো হয়ে যায়। এরপর ওগুলি উল্কাপাতের মাধ্যমে রাতের আকাশের অপরূপ দৃশ্য তৈরি করে। এবারও ঠিক ওই একই দৃশ্যের সাক্ষী থাকলো গোটা বিশ্ববাসী। আগামী আরো বৃষ্টি হবে একই ঘটনা ঘটবে। মহাকাশ (Space) বিজ্ঞানীদের এই সংবাদ সকলের মনে এক আলাদাই উত্তেজনা তৈরি করেছে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর