বাংলা হান্ট ডেস্ক: বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ। আর বাঙালিদের উৎসব মানে মনে রং লাগবে না এতো হতে পারে না। বিশেষ করে, এই সময় সুরার ফোয়ারা চলে। সদ্যই গোটা বিশ্ববাসী স্বাগত জানিয়েছে ২০২৫-কে। তবে এই উৎসবের আমেজে নাকি বাংলায় রেকর্ড করা মদ (Liquor) বিক্রি হয়েছে। সম্প্রতি আবগারি দপ্তরের তথ্য এমনটাই জানাচ্ছে। জানা যাচ্ছে, আবগারি দপ্তরে বিপুল অর্থলাভ হয়েছে। শুধু তাই নয়, সেইসাথে ২০২৪ সালের দুর্গাপুজোকে ছাপিয়ে বর্ষশেষ ও বর্ষবরণে মদ বিক্রি হয়েছে। লক্ষ্মীলাভে বেশ খুশি আবগারি কর্তারা।
বর্ষশেষ এবং বর্ষবরণে রেকর্ড (Liquor) মদ বিক্রি হয়েছে:
আবগারি দপ্তরের পরিসংখ্যান বলছে, বড়দিন থেকে শুরু করে বর্ষবিদায় কিংবা বর্ষবরণে মদ (Liquor) বিক্রি দুর্গাপুজোর রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে বাঙালি। তথ্য অনুযায়ী জানা যায়, কলকাতা-সহ সারা রাজ্যে বছরে গড়ে প্রায় দু’হাজার কোটি টাকার মদ বিক্রি হয়। কিন্তু সেখানে ২০২৫-কে স্বাগত জানাতে এবং ২০২৪-কে বিদায় জানানোর সময় রাজ্যে অর্থাৎ বাংলায় মদ বিক্রি হয়েছে প্রায় ১০০০ কোটি টাকার। যদি এই দুদিন নয় ২০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে মদ বিক্রি। জানা যাচ্ছে দুর্গাপুজোর তুলনায় এই সীমিত সময়ের মধ্যে মদ বিক্রি হয়েছে ৮ গুন বেশি।
দুর্গাপূজাতে কত কোটি টাকার মদ বিক্রি হয়েছিল: আবগারি দপ্তরের তথ্য বলছে দুর্গাপুজোর সময় মদ বিক্রি হয়েছিল প্রায় ১২০ কোটি টাকার। আর সেখানে এই কয়েকদিনের মধ্যে আবগারি দপ্তরে এসেছে ১০০০ কোটি টাকা। তবে জানা যাচ্ছে বিক্রি কিংবা তালিকার চাহিদায় দেশি মদ নয় বরং বিদেশি মদ এবং বিয়ারই এগিয়ে। আর এই সমস্ত মদের (Liquor) দাম খুব একটা কম নয়, যথেষ্ট ব্যয়বহুল। তারপরও সুরাপ্রেমীদের কাছে এগুলোই প্রাধান্য পেয়েছে।
আরও পড়ুনঃ ফের ভিজবে একাধিক জেলা! রবিতে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? আগাম আপডেট
কলকাতায় কত মদ বিক্রি হয়েছে: আবগারি দফতরের মতে কলকাতায় চারটি বিভাগীয় জেলা রয়েছে। সেগুলি হচ্ছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, আলিপুর এবং বিধাননগর। সূত্র অনুযায়ী, মদ বিক্রিতে এগিয়ে রয়েছে আলিপুর জেলা। উৎসবের আমেজে, মদ বিক্রিতে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতার দক্ষিণ এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা উত্তর। চতুর্থ স্থানে রয়েছে বিধান নগর। জানা যায়, ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শুধু আলিপুরেই ৪২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। তারপরে রয়েছে আর তিনটি জেলা। তবে এটা শুধু কলকাতার নমুনা। তবে অন্যান্য জেলাগুলিতে হয়তো আরও বেশি মদ (Liquor) বিক্রি হয়েছে।
আরও পড়ুনঃ দিতিপ্রিয়ার নায়ক হয়ে ৫ বছর পর ছোটপর্দায় কামব্যাক “এই” অভিনেতার, পারিশ্রমিকে গড়লেন রেকর্ড!
বাজেটে দাম বৃদ্ধি পেয়েছে মদের: জানিয়ে রাখি সম্প্রতি, বাজেটে মদের (Liquor) দাম বাড়ানো হয়েছে। যার ফলে আগের তুলনায় মদের দাম বেড়েছে। কিন্তু তা সত্ত্বেও সুরাপ্রেমীরা বছরের শুরুতে বিন্দুমাত্র কার্পণ্য রাখেননি। অর্থাৎ চেটেপুটে উৎসবের আমেজের পাশাপাশি পানীয় স্বাদ গ্রহণ করেছেন। আর এতে করে সবচেয়ে বেশি লাভবান হয়েছে আবগারি দপ্তর সেই সাথে রাজ্য সরকার।