বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই জমিয়ে শীতের কামড় উপভোগ করতে শুরু করেছেন রাজ্যবাসী (South Bengal Weather)। কনকনে ঠান্ডায় রীতিমত জবুথবু অবস্থা আট থেকে আশি সকলের। দেরিতে হলেও অবশেষে শীতের আমেজ ভালোই টের পাচ্ছেন উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলার মানুষ। পশ্চিমী ঝঞ্ঝার রেশ কাটিয়ে আপাতত ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে উত্তুরে হাওয়া। যার ফলে গত তিন চার দিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হু হু করে নেমেছে শীতের পারদ।
আগামীকাল কত কমবে শীতের পারদ? (South Bengal Weather)
আবহাওয়া বিদদের দাবি দক্ষিণবঙ্গে (South Bengal Weather) এই শীতের কামড় বেশি দিন স্থায়ী হবে না। আবার তাতে রাশ টানতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। হাওয়া অফিসের রিপোর্ট বলছে, বৃহস্পতি ও শুক্রবার পর পর দু’দিন চলতি শীতের মরশুমে দ্বিতীয় শীতলতম দিন দেখেছে কলকাতা। পরপর এই দু’দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। হাড়কাঁপুনি ঠান্ডায় এই গত দু-তিন দিন উত্তরবঙ্গের শৈলশহর দার্জিলিংকেও পিছনে ফেলে দিয়েছিল দক্ষিণবঙ্গের পুরুলিয়া।
আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে শুক্রবার দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৪ ডিগ্রি সেলসিয়াস। সেখানে পুরুলিয়ার তাপমাত্রা নেমেছিল ৬.১ ডিগ্রি তে। এছাড়াও ঝাড়গ্রামে ৮.৫ ডিগ্রি, বর্ধমান ও আসানসোলে ৯.৬ ডিগ্রি তে নেমে এসেছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা সিঙ্গল ডিজিটে নেমে এসেছে। শীতের নিরিখে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গের বাগডোগরা, কালিম্পং, জলপাইগুড়ি, এবং কোচবিহারকে।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ অর্থাৎ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলির তাপমাত্রার বদল হওয়ার সম্ভাবনা কার্যত নেই। তবে আগামী তিন দিনে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এর কারণ ইরানের পূর্ব অংশের উপর তৈরি হওয়া একটি পশ্চিমী ঝঞ্ঝা। যা, ঘূর্ণাবর্তের আকারে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের একাধিক জায়গায় ঘন কুয়াশায় ঢেকেছে আকাশ। যার ফলে সর্বনিম্ন তাপমাত্রা সেভাবে নামতেও পারছে না।
আরও পড়ুন: ফের ভিজবে একাধিক জেলা! রবিতে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? আগাম আপডেট
সকাল বেলায় কুয়াশার চাদরে মুড়ি দিচ্ছে আকাশ,তাই দেখা দিচ্ছে না সূর্যদেবতাও। যার ফলে সর্বোচ্চ তাপমাত্রা কমে গিয়ে কোল্ড ডে বা শীতলতম দিনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণত উত্তুরে হওয়া উত্তর-পশ্চিম দিক থেকে মধ্য ভারত হয়ে বাংলায় ঢোকার পরেই শীতের আমেজ উপভোগ করেন বঙ্গবাসী। কিন্তু এবার সেই হাওয়ার পথ আটকাচ্ছে পশ্চিমি ঝঞ্ঝা।
দক্ষিণবঙ্গে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে আগামী কদিন শীতের পারদ পতনের সম্ভাবনা নেই বললেই চলে। তবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ,নদিয়া মুর্শিদাবাদ জেলায় আগামী কয়েক দিন সকালের দিকে মাঝারি কুয়াশার দাপট চলবে। এছাড়া কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে ছবিটা একেবারে উল্টো। দার্জিলিং,কালিম্প- এর মত পার্বত্য এলাকায় সকালের দিকে ভারী কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।