বাংলাহান্ট ডেস্ক : মধ্যবিত্তের বাড়ছে কাজের চাপ, সেই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে সময়ের অভাব। আজকের দিনে দাঁড়িয়ে, পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে গিয়ে রীতিমত কালঘাম ছুটছে আমজনতার। তাই কমবেশি, সাধারণ মানুষের মধ্যে বাড়ছে গাড়ি কেনার চাহিদাও। কিন্তুও ইচ্ছে থাকলেই তো আর হল না, তার জন্য প্রয়োজন যথেষ্ট পুঁজির।
বাইকের দামে কিনুন Maruti Suzuki Wagon R
তবে, এবার আর চিন্তা নেই। এখন, আপনিও চাইলে আপনার সামর্থ্যের মধ্যেই শখ পূরণ করতে পারবেন। মাত্র দু লাখ টাকার কাছাকাছি খরচ করলেই আপনি পেয়ে যাবেন Maruti Suzuki’র এই দুর্দান্ত গাড়িটি। অবাক লাগছে নিশ্চয়ই? এমনটাই ভাবছেন তো, যেখানে একটা বাইক কিনতে গেলে মোটা টাকা খরচ করতে হয়, সেখানে Maruti Suzuki’র এই অফারটা কীভাবে পাওয়া সম্ভব?
চলুন, তাহলে আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা যাক। মাত্র ১ লাখ ৯৯ হাজার দিয়েই মারুতি ওয়াগন আর (Maruti Suzuki Wagon R) নিয়ে নিতে পারেন আপনি। সেক্ষেত্রে আপনাকে কিন্তু Spinny Cars ওয়েবসাইটে একবার হলেও ভিজিট করতে হবে। আসলে, মধ্যবিত্তের জন্য এক্কেবারে ধামাকা অফার (Offer) নিয়ে হাজির হয়েছে Spinny।
আরোও পড়ুন : একধাক্কায় কয়েক বছর এগিয়ে যাবে গল্প, ‘জগদ্ধাত্রী’ থেকে বিদায় নিচ্ছেন এই গুরুত্বপূর্ণ অভিনেত্রী!
Spinny Cars আসলে একটি পুরোনো গাড়ি বিক্রি করার প্লাটফর্ম। তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, গাড়িটি কিন্তু সেকেন্ড হ্যান্ড নয় বরং থার্ড হ্যান্ড। অর্থাৎ দ্বিতীয় মালিক যিনি ছিলেন তিনি গাড়িটি বিক্রি করছেন। মাত্র ৩৯০০০ কিলোমিটার চলা এই মারুতি ওয়াগন আর গাড়িটি কেনার জন্য কিন্তু আপনি EMI সুবিধাও পাবেন। সেক্ষেত্রে মাসিক কিস্তি মাত্র ৭৭১৯ টাকার কাছাকাছি।
প্রসঙ্গত উল্লেখ্য, ২ লাখের এই মারুতি ওয়াগন আর গাড়িটি ২০১৩ সালের মডেল হলেও এখনও দুর্দান্ত দেখতে আছে। শুধু তাই নয়, ইন্সুরেন্সও করা আছে গাড়িটির। অন্যদিকে, আপনি যদি আরো কম দামে গাড়ি চান, সেক্ষেত্রেও আপনার জন্য আরেকটি অপশন রয়েছে। ১.৯৮ লক্ষ টাকার ২০১১ সালের সেই গাড়িটি মোট ৭১,৮৪৩ কিমি চলেছে। তাই, সস্তায় চার চাকা কিনতে গেলে দেখতেই পারেন এই গাড়িগুলো।