বাংলা হান্ট ডেস্কঃ অভিনেত্রী থেকে সাংসদ হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। চব্বিশের লোকসভা ভোটের আগে তৃণমূলের (Trinamool Congress) হাত ধরে রাজনীতির ময়দানে পা রেখেছেন তিনি। বর্তমানে হুগলির সাংসদ। সম্প্রতি সেই রচনাই তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে খোলামেলা আলোচনা করেন। প্রশাসনিক প্রধানের বাইরে বেরিয়ে মানুষ হিসেবে কেমন মমতা? এবার তা সকলের সামনে তুলে ধরেন তিনি।
আরজি কর কাণ্ড নিয়ে ভেঙে পড়েন মমতা! জানালেন রচনা (Rachana Banerjee)
সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে কথা বলেন হুগলির সাংসদ। রচনা জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কেন এতখানি স্নেহ করেন সেটা তাঁর জানা নেই। কী দেখে তাঁকে লোকসভা ভোটে দাঁড় করিয়েছিলেন সেটাও অজানা। তবে মমতার কাছাকাছি এসে বুঝতে পেরেছেন তিনি যেমন একাধারে নেত্রী, তেমনই ‘দিদি’ও।
রচনা (Rachana Banerjee) বলেন, বর্তমানে তৃণমূল সাংসদ হলেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ নন। তবে যে কোনও দরকারে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনায়াসেই হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যায়। সবসময় হোয়্যাটসঅ্যাপে নজর থাকে তৃণমূল সুপ্রিমোর। সেখানে তিনি নিজে উত্তর দেন, নির্দেশ দেন। ‘উনি না দেখলে, না সামলালে আমাদের আর কে দেখবেন?’ প্রশ্ন পর্দার ‘দিদি নম্বর ওয়ান’এর।
আরও পড়ুনঃ ‘উল্লেখযোগ্য যাত্রা’! কোন বিদায়ী বিচারপতি প্রসঙ্গে একথা বললেন এদেশের প্রধান বিচারপতি?
তৃণমূল (TMC) সাংসদ বলেন, তিনি শুনেছেন, শরীরচর্চা দিয়ে মমতার দিন শুরু হয়। নিজের বাড়ির সামনেই নাকি ৪ মাইল হাঁটাহাঁটি করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তাঁর উজ্জ্বল ত্বক এবং একঢাল চুলেরও তারিফ করেন রচনা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী চা খেতে ভীষণ ভালোবাসেন। সেই সঙ্গেই বড়জোর তেলেভাজা-মুড়ি। তবে মমতা খুব একটা ভারী খাবার খান না বলে শুনেছেন হুগলির সাংসদ। তবে বাড়িতে কোনও অতিথি এলে আপ্যায়নে কোনও ত্রুটি রাখেন না রাজ্যের মুখ্যমন্ত্রী।
মমতাকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর ইচ্ছে রয়েছে রচনার (Rachana Banerjee)। তৃণমূল সাংসদ বলেন, ‘শুনেছি, তেল-ঝাল-মশলা দেওয়া খাবার দিদি পছন্দ করেন না। আমিও তাই। সব্জি দিয়ে ডাল, নানান রকম ভর্তা আর পাতলা মাছের ঝোল- আমার ভীষণ পছন্দ। দিদি যেদিন আমার বাড়িতে আসবেন, রান্নার দিদি নন, আমি নিজে এগুলোই রেঁধে ওনাকে খাওয়াব’।
রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রায়ই নানান চর্চা আলোচনা হতে শোনা যায়। এর মধ্যে অন্যতম চর্চিত খবর হল, মমতা নাকি প্রত্যেকদিন গভীর রাতে কালীপুজো করেন? তাই তিনি এত শক্তি পান? এই বিষয়ে রচনা জানান, ‘সত্যিই বলছি, জানা নেই। তবে উনি কোথাও থেকে তো অবশ্যই শক্তি পান, এটা বিশ্বাস করি। যার জোরে বারবার নিজেকে প্রমাণ করেন, বারবার ফিরে আসেন। কোনও বাধাই ওনার কাছে বাধা নয়’।
রচনা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীও নিজের এই জোরের কথা জানেন। সেই কারণে এত সমালোচনা, কটাক্ষ, নিন্দার মাঝেও তিনি অনড়, অবিচল। তৃণমূল সাংসদের কথায়, মমতা জানেন তিনি কী। সেই কারণে এত সমালোচনাতেও কোনও প্রতিক্রিয়া দেন না, প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন বোধ করেন না।
এই কারণেই আরজি কর কাণ্ডের মাঝেও মমতা অবিচল ছিল বলেন জানান রচনা (Rachana Banerjee)। সেই সঙ্গেই বলেন, বাইরে শক্ত থাকলেও তাঁদের সঙ্গে আলোচনার সময় ভেঙে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। হুগলির সাংসদের কথায়, ‘তিনি নিজে একজন মহিলা। অন্য কোনও নারীর সঙ্গে যদি অন্যায় হয়, তাহলে কীভাবে মেনে নেবেন? রাজ্য পুলিশ তদন্ত করুক চেয়েছিলেন। পরে প্রশাসন সিবিআই তদন্ত চাইলে উনি বাধা দেননি। ওনার একটাই লক্ষ্য, যেন মৃতা ও তাঁর পরিবার সুবিচার পায়’।