বাংলা হান্ট ডেস্কঃ বিভিন্ন সময়ে বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসা শোনা গিয়েছে তৃণমূলের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) মুখে। তবে এবার আর স্রেফ প্রশংসা নয়। বরং একেবারে নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর তুলনা করে বসলেন তিনি! ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে।
মমতার সঙ্গে নেতাজি-প্রণবের তুলনা কুণালের (Kunal Ghosh)!
তৃণমূলের ‘পুরনো সৈনিক’দের মধ্যে একজন হলেন কুণাল ঘোষ। দলের রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে। সম্প্রতি সেই নেতাই বলেন, ‘কংগ্রেস রাজনীতিতেও দেখেন, খুব সত্যি কথা বলতে নেতাজি সুভাষ চন্দ্র বসুও ভিন্ন দল করেও দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একজন ঐতিহাসিক বিপ্লবী। তবে সংসদীয় রাজনীতিতে দল তৈরি করে ব্যর্থ হয়েছেন’।
নেতাজির (Netaji Subhas Chandra Bose) পর এদেশের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও মমতার তুলনা করেন কুণাল। তৃণমূল নেতা বলেন, ‘প্রণব মুখোপাধ্যায় দল তৈরি করে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে আলাদা দল তৈরি করে যদি কেউ সফল হয়ে থাকেন, তাহলে তিনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়’।
আরও পড়ুনঃ ১০টা থেকে ৬টা…! মা উড়ালপুল নিয়ে বিরাট সিদ্ধান্ত! সমস্যায় পড়ার আগেই জানুন
কুণাল ঘোষের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, ‘সব সময় উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত কথা বলেছেন। বড় খাঁচাওয়ালা গাড়িতে ওকে ধরে নিয়ে যাওয়া উচিত। পাগল ধরার কোনও গাড়ি হয় কিনা জানি না। এটা বাঙালিকে অসম্মান করছেন। নেতাজির সঙ্গে তুলনা? তেল মেরে মেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হড়কে বাউন্ডারির বাইরে পাঠাচ্ছেন। এরাই তেলের দাম বাড়াচ্ছে’।
কুণালের (Kunal Ghosh) এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বাম-কংগ্রেসও। এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘সম্ভবত কুণালের ফের রাজ্যসভায় যাওয়ার ইচ্ছে হয়েছে’। অন্যদিকে কংগ্রেস নেতা সৌম্য আইচ আবার বলেন, ‘এই দিনও দেখতে হচ্ছে তৈলমর্দন বিজ্ঞান। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই দিনও দেখতে হচ্ছে’।