বাংলাহান্ট ডেস্ক : ভারতে বিশেষ ট্রেনিং নিতে আসার কথা ছিল বাংলাদেশের (Bangladesh) ৫০ জন বিচারকের। ভারতেরই খরচে হওয়া এই ট্রেনিংয়ের জন্য বাংলাদেশের ইউনূস সরকারের অনুমতি ছিল বলেও জানা গিয়েছিল শনিবার। কিন্তু মাত্র ২৪ ঘন্টার মধ্যেই হয়ে গেল আমূল ভোলবদল। রবিবারই খবর এল, অনুমতি দিয়েও আবার তা প্রত্যাহার করেছে বাংলাদেশ (Bangladesh) সরকার। ফলত ট্রেনিংয়ের জন্য ভারতে আসছেন না ও দেশের বিচারকরা।
ভারতে আসার কথা ছিল বাংলাদেশের (Bangladesh) ৫০ বিচারকের
শনিবার খবর এসেছিল, মধ্যপ্রদেশের ভোপালে ট্রেনিং নিতে আসতে চলেছেন বাংলাদেশের (Bangladesh) ৫০ জন বিচারক। বাংলাদেশের সুপ্রিম কোর্টের পরামর্শেই সেই অনুমতি দিয়েছিল ইউনূস প্রশাসন। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, ও দেশের অধস্তন আদালতের ৫০ জন বিচারবিভাগীয় কর্মকর্তাকে এই অনুমতি দেওয়া হয় গত ৩০ শে ডিসেম্বর। বাংলাদেশের (Bangladesh) আইন মন্ত্রকের তরফে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি হয় যেখানে সাক্ষর ছিল বাংলাদেশের আইন মন্ত্রকের উপসচিব আবুল হাসানাতের।
বাতিল হল অনুমতি: রবিবার বাতিল করা হয় অনুমতির বিজ্ঞপ্তি। এ বিষয়ে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের আইন বিভাগের তরফে পররাষ্ট্র মন্ত্রক, নির্বাচন কমিশনের সচিবালয়, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং অন্যান্য মন্ত্রককে জানানো হয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশ (Bangladesh) থেকে যে ৫০ জনের আসার কথা ছিল তার মধ্যে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজের মনোনয়ন জমা পড়েছিল।
আরো পড়ুন : ভোর তিনটেয় এল ডাক, অম্বানিদের এক ফোনে দুবাইয়ের প্ল্যান ছেড়ে ছুটলেন ভরত জে মেহরা! কিন্তু কোথায়?
কোথায় হত প্রশিক্ষণ: সম্পূর্ণ ভারতের খরচে ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি স্টেট জুডিশিয়াল অ্যাকাডেমিতে হওয়ার কথা ছিল এই প্রশিক্ষণ। ১০ থেকে ২০ শে ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কথা ছিল এই প্রশিক্ষণ। কিন্তু অনুমতি দিয়েও রবিবার তা বাতিল করে দেয় ইউনূস প্রশাসন।
আরো পড়ুন : পাবেন কোটি কোটি টাকা বেতন! Apple-এর শীর্ষপদে ভারতীয় বংশোদ্ভূত কেভান পারেখ, চমকে দেবে পরিচয়
আসলে হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশের (Bangladesh) পারস্পরিক সম্পর্কে চিড় ধরেছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, চিন্ময় প্রভুর কারাবন্দী হওয়ার ঘটনা দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরো নাড়িয়ে দিয়েছে। এমতাবস্থায় বাংলাদেশ থেকে বিচারকরা এসে ভারতেরই খরচে প্রশিক্ষণ নেবে এতে সায় নেই বাংলাদেশ সরকারের।