বাংলা হান্ট ডেস্ক: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চলা বর্ডার-গাভাস্কার ট্রফির উত্তেজক টেস্ট সিরিজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এই সমগ্র সিরিজ জুড়ে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) অত্যন্ত খারাপ পারফরম্যান্স দেখা গিয়েছে। শুধু তাই নয়, সিরিজের শেষ টেস্টেও শোচনীয়ভাবে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া। এমতাবস্থায় ১-৩ ব্যবধানে এই সিরিতে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া।
শোচনীয়ভাবে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া (India National Cricket Team):
এদিকে, এই টেস্ট সিরিজে ভারতীয় দলের (India National Cricket Team) পরাজয়ের পেছনে একাধিক খেলোয়াড়ই খলনায়ক প্রমাণিত হয়েছেন। যেখানে কয়েকজন খেলোয়াড় ছাড়া অন্য অধিকাংশ খেলোয়াড়ের পারফরম্যান্স খারাপ ছিল। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেইরকমই ৩ খেলোয়াড়ের প্রসঙ্গ উপস্থাপিত করব যাঁদের পারফরম্যান্স এই সিরিজে আদৌ ভালো ছিল না এমনকি তাঁরা দল থেকেও বাদ পড়তে পারেন।
Rohit Sharma took 31 wickets in just 3 matches but still was dropped. Unreal conspiracy against hitman.
Justice for Rohit Sharma. pic.twitter.com/p4J0xZjais— मैं hu ना (@adventure77g) January 5, 2025
১. রোহিত শর্মা: ভারতীয় ক্রিকেট দলের (India National Cricket Team) অধিনায়ক রোহিত শর্মা বর্তমানে চূড়ান্ত খারাপ ফর্মের মধ্যে রয়েছেন। বর্তমানে ফর্ম ফেরাতে হিমশিম খাচ্ছেন তিনি। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফ্লপ রোহিত শর্মা অস্ট্রেলিয়া সিরিজেও ব্যর্থ হন। যেখানে তিনি ৩ টি টেস্টের ৫ টি ইনিংসে মাত্র ৩১ রান করেন। এমতাবস্থায়, ক্রিকেট অনুরাগীরা দাবি জানিয়েছেন যে, রোহিত শর্মাকে টেস্ট ফরম্যাট থেকে সরিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত।
আরও পড়ুন: বিচ্ছেদের গুঞ্জনে চাহালের পাশে নেটিজেনরা! অথচ ধনশ্রীর “চরিত্র” নিয়ে উঠল প্রশ্ন, সরগরম নেটপাড়া
২. মোহাম্মদ সিরাজ: ভারতীয় ক্রিকেট দলের (India National Cricket Team) তারকা ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে বিবেচিত হলেও গত ঘরোয়া মরশুম থেকে সিরাজের বোলিংয়ে সেই ধার দেখা যাচ্ছে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে হতাশ করেছিলেন তিনি। অস্ট্রেলিয়া সফরেও তাঁকে ক্লান্ত দেখাচ্ছিল। তিনি ২০ টি উইকেট নিলেও তাঁর ক্ষুরধার বোলিং পরিলক্ষিত হয়নি।
আরও পড়ুন: কোনও ষড়যন্ত্র নাকি ভ্লগারের কর্ম? পুরীর জগন্নাথ মন্দিরের ওপরে দীর্ঘক্ষণ উড়ল ড্রোন! শুরু তুমুল হইচই
১. হর্ষিত রানা: টিম ইন্ডিয়ার (India National Cricket Team) এই অস্ট্রেলিয়া সফরে কিছু তরুণ মুখ সুযোগ পেয়েছিলেন। যাঁদের মধ্যে অন্যতম হলেন হর্ষিত রানা। অস্ট্রেলিয়ায় অভিষেকের সুযোগও পেয়েছিলেন এই ফাস্ট বোলার। তিনি খেলেছেন ২ টি টেস্ট ম্যাচ। এমতাবস্থায়, হর্ষিত রানার কাছ থেকে অনেক প্রত্যাশা থাকলেও তিনি নজর কাড়তে পারেননি। এই সফরে তিনি যে ২ টি টেস্ট ম্যাচ খেলেছেন, তাতে তিনি ৫০.৭৫ এভারেজে মাত্র ৪ টি উইকেট নিয়েছেন। এমতাবস্থায়, তিনিও দল থেকে বাদ পড়তে পারেন।