বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই মিলল সুখবর। রাজ্যের প্রায় আট লাখ কর্মচারী এবং চার লাখ পেনশনভোগীর ডিএ (Dearness Allowance) এবং ডিআর (Dearness Relief) বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার (State Government)। জানানো হয়েছে জানুয়ারি থেকে তিন শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়া হবে। শুধু তাই নয় সে রাজ্যের প্রায় দুই লাখ সরকারি কর্মচারীর বার্ষিক ইনক্রিমেন্টের কথাও বলা হয়েছে। জুলাই মাসে যে সকল কর্মীদের ইনক্রিমেন্ট হয়নি তারা জানুয়ারিতে পাবেন।
ঘটনাস্থল উত্তরপ্রদেশ। ডিএ বৃদ্ধির পাশাপাশি উত্তরপ্রদেশের ২ লাখ কর্মচারীর ইনক্রিমেন্টের মাধ্যমে ৬% হারে বেতন বৃদ্ধির সুবিধা পাবেন এবং বাকি সমস্ত কর্মচারী ৩% হারে বেতন বৃদ্ধির সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। রাজ্য জানিয়েছে চলতি মাস অর্থাৎ জানুয়ারিতেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং বর্ধিত ভাতা ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে যুক্ত হবে। কর্মী ও অর্থ বিভাগে জোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
রাজ্য সরকারের এই ঘোষণার ফলে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ ৫৩ শতাংশ থেকে বেড়ে হবে ৫৬ শতাংশ। প্রসঙ্গত, AICPI সূচক অনুযায়ী প্রতি বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জানুয়ারি ও জুলাইয়ে দু’বার করে ডিএ সংশোধন করা হয়। একাধিক রিপোর্ট অনুযায়ী, চলতি মাসেই ফের ডিএ বাড়াতে চলেছে কেন্দ্র সরকার। এবার একবার কেন্দ্র ঘোষণা করলেই উত্তরপ্রদেশেও ডিএ বৃদ্ধির নির্দেশ দেওয়া হবে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি মাসে ফের ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। গত অক্টোবর মাস পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বৃদ্ধি পেয়ে ১৪৪.৫ তে পৌঁছেছে। নভেম্বর এবং ডিসেম্বর মাসের তথ্য এখনও মেলেনি। এই দুই মাসে এআইসিপিআই বেড়ে ১৪৫.৩ হতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। এবারে সেই পরিমাণ বৃদ্ধি পেলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ এবারেও ৩ শতাংশ হারে বাড়তে পারে।
আরও পড়ুন: এবার খাবারের মান যাচাই হবে ল্যাবরেটরিতে! বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার
বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবারে ডিএ বেড়ে ৫৬ শতাংশ হতে পারে। একইসাথে উত্তরপ্রদেশের সরকারি কর্মীদের ডিএও তিন শতাংশ বাড়তে চলেছে। এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। যা নিয়ে সন্তুষ্ট নয় বলে এখনও চলছে বাংলার সরকারি কর্মীদের আন্দোলন। আগামীকাল বাংলার সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।