বাংলাহান্ট ডেস্ক : শেখ হাসিনাকে দেশে ফেরাতে কার্যত মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ (Bangladesh)। একের পর এক মামলা রুজু করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে বদ্ধপরিকর ইউনূস সরকার। ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগে প্রায় একশোর উপরে মামলা রয়েছে হাসিনার বিরুদ্ধে। এবার আওয়ামী লীগের আমলে গুম খুনের অভিযোগে হাসিনো সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বাংলাদেশে (Bangladesh)
সোমবার শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। গ্রেফতারির নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে ২ সদস্যের ট্রাইব্যুনাল। হাসিনা ছাড়া যে বাকি ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রতিরক্ষা উপদেষ্টা, প্রাক্তন মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের প্রাক্তন আইজি বেনজীর আহমেদ। এই ১১ জনকে আগামী ১২ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
গুম করার অভিযোগে মামলা: ট্রাইব্যুনালের শুনানিতে এদিন চিফ প্রসিকিউটর বলেন, রাষ্ট্র (Bangladesh) মদতে গুম করার সংষ্কৃতি প্রথমে আওয়ামী লীগ চালু করেছিল। ব়্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই সবথেকে বেশি জড়িত ছিল গুমের সঙ্গে। ওই কাজে যারা অংশ নিতেন তাদের পুরস্কৃত করা হত। বিভিন্ন পোশাকধারী কিংবা সাদা পোশাক পরা বাহিনী এসে তুলে নিয়ে যেত বহু মানুষকে।
আরো পড়ুন : স্টার এখন ‘বিনোদিনী থিয়েটার’, মানত পূরণ হতেই গঙ্গায় ১৪০ প্রদীপ ভাসালেন রুক্মিণী-রামকমল
আয়নাঘর নিয়ে বিতর্ক: তিনি বলেন, যাদের গুম করা হত তাদের মধ্যে অধিকাংশই আর কখনো ফিরে আসেনি। কেউ কেউ ফিরে আসলেও তাদের কিছু নির্দিষ্ট মামলায় আটক হিসেবে দেখানো হয়েছে। তবে কেউ কেউ হাসিনা সরকারের (Bangladesh) পতনের পর ‘আয়নাঘর’ থেকে ফিরে এসেছে বলে জানান তিনি। সেই আয়নাঘর, যা নিয়ে বহু রহস্য বহু বিতর্ক রয়েছে।
আরো পড়ুন : যুদ্ধের হুঙ্কার ইউনূসের, এদিকে পেটে নেই ভাত! হু হু করে বেকারত্ব বাড়ছে বাংলাদেশে
প্রসঙ্গত, গত অগাস্ট মাসে বাংলাদেশে (Bangladesh) গণ অভ্যুত্থানের পরেই দেশ থেকে পালিয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপর থেকেই একের পর এক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে প্রাক্তন বাংলাদেশি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারির তোড়জোড়ও চলছে তাঁর বিরুদ্ধে। এবার গুম খুনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হল মুজিব কন্যার বিরুদ্ধে।