বাংলা হান্ট ডেস্কঃ সেই ডিসেম্বর থেকে এসেই শুধু পালাই-পালাই করছে শীত। সেই কবে থেকে জাঁকিয়ে শীত পড়ার আশায় রয়েছেন শীতপ্রেমীরা। কিন্তু শীত আসলেও তা থাকছে না বেশিদিন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নতুন বছরের শুরুতে খানিকটা শীতের কামড় অনুভব করা গেলেও আবার জেলায় জেলায় এক ধাক্কায় বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এই খবর আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আগামীকাল কেমন থাকবে আবহাওয়া?
পূর্বাভাস কে সত্যি করে রবিবার থেকে জেলায় জেলায় বেড়েছে তাপমাত্রা। যদিও রবিবারের তুলনায় সোমবার বেশ খানিকটা কমেছে শীতের পারদ। যদিও এখনও তা স্বাভাবিকের থেকে বেশি। সোমবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছিল ১৪.২ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ০.৩ডিগ্রি বেশি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিন উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) রাতের দিকে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি করে বাড়তে পারে। যদিও তারপর আবার শীতের নতুন ইনিংস শুরুর সম্ভাবনা প্রবল।
কয়েক দিন বিরাম নেওয়ার পরেই আবার এক ধাক্কায় দুই থেকে চার ডিগ্রি পারা পতনের প্রবল সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, আগামীকাল মঙ্গলবার দার্জিলিং,কালিম্পং-এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে, দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহারের মত উত্তরের জেলাগুলি।
হাওয়া অফিস সূত্রে খবর পাহাড়ে সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের কারণেই শীতের পারদ-ও ঊর্ধ্বমুখী থাকতে পারে। শীতের আগাম আপডেট দিয়ে আবহাওয়া দপ্তরের তরফের আগেই জানানো হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে যাবে উত্তর পশ্চিমের শীতল হাওয়া। ফলে আবার থমকে যাবে শীতের ব্যাটিং।
আরও পড়ুন: আবার পালালো শীত! জেলায় জেলায় কুয়াশার সতর্কতা, আগাম আপডেট দিল হাওয়া অফিস
শীতের তাল কাটতেই বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে পূবালী হাওয়া। তবে বুধবার থেকে আবার শীতের কামড় টের পাওয়ার ব্যাপক সম্ভাবনা। সোমবারের মতোই আগামীকাল অর্থাৎ মঙ্গলবারও দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে আর সেইসাথে জারি থাকবে কুয়াশার দাপট। তবে শুধু আগামীকাল নয়, আগামী কয়েক দিন ঘন কুয়াশার চাদরে মুড়তে চলেছে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
কুয়াশার জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কর্তা জারি করা হয়েছে দক্ষিণের একাধিক জেলায়। তালিকায় উত্তর ২৪ পরগনার পাশাপাশি রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলা। উত্তর ২৪ পরগনায় কুয়াশার দাপট এতটাই বেশি থাকবে যে সকালের দিকে দৃশ্যমানতা নেমে আসতে পারে ১৯৯ থেকে ৫০ মিটার পর্যন্ত। আপাতত দক্ষিণের সমস্ত জেলাতেই শুকনো আবহাওয়ায় বিরাজ করবে বলেই খবর। একইসাথে উত্তরবঙ্গেও প্রায় সব জেলাতেই জারি করা হয়েছে ঘন কুয়াশার সতর্কর্তা। দৃশ্যমানতাও নেমে আসতে পারে ৫০ মিটারে।