সকাল থেকেই বৃষ্টি শুরু! আজ কোন কোন জেলা ভিজবে? ফের কবে শীতের কামব্যাক? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: সেই ঝাঁঝ এখনও নেই। জানুয়ারির প্রথম দিকে ঠান্ডা পড়লেও ফের বাড়ছে তাপমাত্রা। সোমবার থেকেই চড়ছে পারদ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত বুধবার পর্যন্ত তাপমাত্রা উর্দ্ধমুখী থাকবে। পাশাপাশি আজ থেকে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর (Weather Update)। অর্থাৎ হাড়াকাঁপানো শীতের আমেজ আপাতত পাবেনা রাজ্যবাসী।

একে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে উত্তর–পশ্চিমের শীতল হাওয়া। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে পূবালী হাওয়ার দাপট বাড়ছে। সবমিলিয়ে থমকে শীত। আগামী দু’দিনে ৩ থেকে ৪ ডিগ্রি বাড়বে পূর্বাভাস। বুধবার থেকে ফের পারদ নামবে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে বা আরও কমবে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে সপ্তাহের শেষে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে। সকালের দিকে কোনো কোনো জেলায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে নেমে আসতে পারে।

দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমান সব জায়গাতেই ভোর এবং সকালের দিকে কুয়াশার প্রভাব থাকার সম্ভাবনা। আজ কলকাতা ও আশেপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

উত্তরবঙ্গের কুয়াশা, তুষারপাত ও বৃষ্টির তিনেরই দাপট থাকবে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের বৃষ্টির সম্ভাবনা। সব জেলার সর্বত্র বৃষ্টি হবে না। কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। যদিও উত্তরের বাকি জেলাগুলিতে শুকনো থাকবে আবহাওয়া।

South Bengal Weather

আরও পড়ুন: শীত তাড়াতে ভুল করে মদ্যপান, “মাতাল” নায়িকাকে সামলাতে ঘাম ছুটল নায়কের! কোন সিরিয়ালে ঘটল এমন ঘটনা?

উত্তরবঙ্গের (North Bengal Weather) প্রায় সব জেলাতেই কুয়াশার প্রভাব থাকবে। দার্জিলিং জেলায় তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলা গুলিতেও কিছুটা বেড়েছে তাপমাত্রা। বুধবারের পর থেকে তাপমাত্রা পতনের পূর্বাভাস।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর