বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা ভোটে রাজ্যজুড়ে সবুজ ঝড় উঠলেও বিষ্ণুপুরে পদ্ম ফুটিয়েছেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। তৃণমূলের সুজাতা মণ্ডলকে পরাজিত করে ফের একবার সাংসদ হয়েছেন তিনি। এবার সেই সৌমিত্রই পথে নেমে সাধারণ মানুষের দাবিদাওয়া শুনলেন। ভোট চাইতে বহুবার রাজনীতিকদের পথে নামতে দেখা গিয়েছে। তবে এবার সাধারণ মানুষের মাঝে দাঁড়িয়ে তাঁদের দাবিদাওয়া, অভাব-অভিযোগ শুনলেন বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ। সেই সঙ্গেই সেগুলি নিরসন করার প্রতিশ্রুতিও দিলেন।
জনতার মাঝে দাঁড়িয়েই বিরাট ঘোষণা করলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)
এদিন সকালে আচমকাই বিষ্ণুপুর রেল স্টেশনে উপস্থিত হন বিজেপি সাংসদ। জনপ্রতিনিধিকে নিজেদের কাছে পেয়ে নিজেদের দাবিদাওয়া, অভাব-অভিযোগের কথা জানাতে শুরু করেন সেখানে উপস্থিত জনগণ। ঠাণ্ডা মাথায় প্রত্যেকের কথা শোনেন পদ্ম নেতা। এরপর নিজের বক্তব্য রাখতে শুরু করেন।
সৌমিত্র খাঁ (Saumitra Khan) জানান, আন্ডারপাস তৈরির জন্য গত ২৪/১২ তারিখে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে একটি চিঠি দিয়েছিলেন তিনি। এরপর সেই চিঠি পড়ে শোনান বিজেপি সাংসদ। তিনি আশ্বাস দেন, এই কাজ হবে। একইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে ব্যক্তিগতভাবে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানান সৌমিত্র।
আরও পড়ুনঃ RG Kar কাণ্ডে নয়া মোড়! চিকিৎসক ধর্ষণ খুনের তদন্ত শেষ? আদালতে যা জানাল CBI…
বিষ্ণুপুরের সাংসদ বলেন, এই আন্ডারপাসের জন্য তিনি জিএমের সঙ্গে ঝগড়া অবধি করেছেন। তবে জিএম স্পষ্ট জানিয়েছেন, এই আন্ডারপাসের নির্মাণের জন্য রাজ্য সরকারের চিঠি চাই। নাহলে তিনি এই কাজ করতে পারবেন না। অন্যথায় সৌমিত্রকে দিল্লি থেকে স্যাংশন করে আনতে হবে। জিএম এমনটাই জানিয়েছেন বলে দাবি করেন বিজেপি সাংসদ। তিনি বলেন, একুশ সালে রেল বোর্ডের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল। তবে আজও রাজ্যের তরফ থেকে রিকোয়েস্ট লেটার আসেনি।
সৌমিত্র (Saumitra Khan) জানান, রাজ্য সরকার (Government of West Bengal) চিঠি না দিলেও তিনি এই কাজ করে দিতে পারবেন। তবে রেলের পাশে যে জমি রয়েছে সেটা রাজ্যের। তাই এদিন জনসাধারণের মাঝে দাঁড়িয়ে বিধায়ক, এসডিও-র কাছে অনুরোধ করেন বিজেপি নেতা। তিনি বলেন, আন্ডারপাস করে দেওয়ার জন্য একটা চিঠি দেওয়া হোক। যে দিন এই চিঠি আসবে তার ১৫ দিনের মধ্যে টেন্ডার করে কাজ শুরু করার আশ্বাস দেন সৌমিত্র। সেই সঙ্গেই বলেন, ‘এটা নিয়ে আমি রেলমন্ত্রীর কাছে যাচ্ছি আর লোকসভায় জিরো আওয়ারে এই দাবি তুলে ন্যায়সঙ্গত আওয়াজ তুলব’।