RG Kar কাণ্ডে জড়িত আরও কেউ! এবার সুপ্রিম কোর্টের পথে নির্যাতিতার বাবা-মা

বাংলা হান্ট ডেস্কঃ গত ৯ আগস্ট ওলটপালট হয়ে গিয়েছে তাঁদের জীবন। সন্তানকে হারানোর যন্ত্রণা এখনও টাটকা আরজি করের (RG Kar Case) নির্যাতিতার মা-বাবার মনে। এবার তাঁরাই সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হতে চলেছেন। তিলোত্তমার মা-বাবার দাবি, ধর্ষণ খুনের এই ঘটনায় আরও লোক জড়িত। তাঁদের খুঁজে বের করা হোক।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন আরজি করের (RG Kar Case) নির্যাতিতার বাবা-মা

এর আগে নতুন করে তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন আরজি করের নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা-মা। আগামী ১৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এবার জানা যাচ্ছে, সোজা শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছেন তাঁরা। তবে এখনও পিটিশন জমা দেওয়া হয়নি।

এই বিষয়ে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে আরজি করের (RG Kar Case) নির্যাতিতার বাবা বলেন, ‘সুপ্রিম কোর্টে যাব। এখনও পিটিশন জমা দেওয়া হয়নি। আমরা নতুন করে তদন্ত চাইনি, আরও তদন্ত চেয়েছি’। তাঁর দাবি, ‘এই ঘটনায় আরও কেউ রয়েছে। তাঁদের খুঁজে বের করা হোক’।

আরও পড়ুনঃ জালিয়াতির ওপর জালিয়াতি! মামলা হতেই কড়া নির্দেশ দিয়ে দিল ‘ক্ষুব্ধ’ কলকাতা হাইকোর্ট

শনিবার নিম্ন আদালতে নির্যাতিতার বাবা-মা ৫৭ পাতার একটি বক্তব্য জমা দিয়েছিলেন। সেখানেও তাঁরা দাবি করেছিলেন, ধর্ষণ খুনের এই ঘটনার সঙ্গে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় (Sanjay Roy) একা জড়িত নন। এর নেপথ্যে আরও কেউ রয়েছেন। এবার তাঁদের খুঁজে বের করার দাবি জানিয়ে এদেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন তাঁরা।

দীর্ঘদিন ধরেই আরজি করের নির্যাতিতার পরিবার দাবি করছে, এই ঘটনার সঙ্গে ধৃত সিভিক ভলেন্টিয়ারের পাশাপাশি আরও কেউ জড়িত। তবে প্রথমে পুলিশ ও পরবর্তীতে সিবিআই, দু’জনের তদন্তেই একমাত্র ‘দোষী’ হিসেবে সঞ্জয়ের নামই উঠে এসেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটেও শুধুমাত্র তাঁকেই ‘দোষী’ বলে দাবি করা হয়েছে। যদিও সেই সঙ্গে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

RG Kar case

এদিকে আরজি করের নির্যাতিতার মা-বাবার পাশাপাশি ধৃতের আইনজীবীও শিয়ালদহ আদালতে দাবি করেন, ‘পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণে সিসিটিভি ফুটেজের যে অংশ দেখা যাচ্ছে, তাতে এই কাজ একজনের পক্ষে করা সম্ভব নয়। এর নেপথ্যে অন্য কেউ থাকতে পারেন। এই ঘটনার সঙ্গে ধৃত যুক্ত নন’।

অন্যদিকে দিল্লির বিশেষজ্ঞ চিকিৎসক দলের দেওয়া সাম্প্রতিক রিপোর্ট বলছে, আরজি করের (RG Kar Case) ধর্ষণ খুনের ঘটনা একজনের পক্ষেও করা সম্ভব। নির্যাতিতার শরীরে যে ধরণের চোটের চিহ্ন পাওয়া বিশেষজ্ঞরা সেগুলি বিশ্লেষণ করেই এমনটা বলেছেন। তবে ঘটনার তথ্যপ্রমাণের সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞদের নানান বৈজ্ঞানিক ব্যাখ্যামূলক প্রতিবেদন মিলিয়ে দেখার পরেই এই বিষয়ে আরও ‘নিশ্চিত’ হওয়া যাবে বলে জানানো হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর