একী কাণ্ড! চিনে হু হু করে বিক্রি হচ্ছে কোভিডের ওষুধ, কারণ জানলে হয়ে যাবেন “থ”

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি চিনের (China) নতুন ভাইরাস HMPV নিয়ে রীতিমত ভয় গ্রাস করেছে গোটা বিশ্ববাসীকে। চিনকে টপকে সেই ভাইরাস প্রবেশ করে ফেলেছে ভারতেও। ইতিমধ্যেই ভারতের সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে ৫। এরই মধ্যে আরো চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো। জানা যাচ্ছে চিনে নাকি Covid 19 ওষুধের তুমুল ব্যবহার বেড়েছে। সেই সাথে দোকানে দোকানে বেড়েছে এই ওষুধের বিক্রি। আর এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই যেনো মানুষের মনে আতঙ্কের পারদ চড়েছে। এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন Covid 19 ওষুধের ব্যবহার বাড়লো?

চিনে (China) বেড়েছে Covid 19 ওষুধের বিক্রি:

২০২০-র পর ফের ২০২৫-এ Covid 19 ওষুধের বিক্রি বাড়ার ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে সকলের মনে। তবে ৫ বছর পর এই ওষুধ ব্যবহারের পিছনে কোন ভাইরাস কিংবা আতঙ্কের কারণ উঠে আসছে না। জানা যাচ্ছে, চিনে (China) এই ওষুধের ব্যবহার বেড়েছে বিড়ালদের জন্য। মূলত পোষ্য বিড়ালের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে Covid 19-এর ওষুধ। জানা যায়, বিড়ালদের জন্য মার্ক সংস্থার লেজভ্রিও ওষুধের ব্যবহার করা হচ্ছে। আর এই ওষুধ ব্যবহার করা হচ্ছে মূলত ফেলাইন ইনফেকশিয়াস পেরিটোনাইটিস নামক প্রাণঘাতী রোগের চিকিৎসার জন্য।

Covid 19 medicines sale increase in China

কেনো বিড়ালদের জন্য এই ওষুধ ব্যবহার করা হচ্ছেঃ চিকিৎসকদের মতে, বিড়ালদের এই মারণ রোগের কোনও সহজ চিকিৎসা কিংবা প্রতিকার ছিল না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই ওষুধটি ব্যবহারের ফলে বিড়ালের জীবন বাঁচানো যাচ্ছে। এমনটাই জানা গিয়েছে চিনের (China)  সংবাদ মাধ্যম সূত্রে। বিশেষ করে, প্রতিবেশী দেশে পোষা বিড়ালের জন্যই ওষুধটি ব্যবহার করা হচ্ছে। সমাজ মাধ্যমে এই খবর প্রকাশ্যে এসেছে সেই সাথে বিড়ালের মালিকরাও তাদের পোষ্যর সুস্থতার কথাও জানিয়েছেন। তাদের মতে, এই ওষুধের ফলে বিড়াল কম অসুস্থ হচ্ছে এবং ডাক্তার দেখানোর প্রয়োজনও কমেছে।

আরও পড়ুনঃ সন্দেশখালিতে TMC নেতার নেতৃত্বে গণধর্ষণ! ৭ মাসে পদক্ষেপ নেয়নি পুলিশ! এবার হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতা

মার্কের এক মুখপাত্র জানিয়েছে, কোম্পানি এই ওষুধ এর আগে কখনোই বিড়ালের উপর পরীক্ষা করেনি। এমনকি ভবিষ্যতেও এই ওষুধ বিড়ালের উপর পরীক্ষা-নিরীক্ষা করার কোন পরিকল্পনা নেই। তবে বিড়ালের চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করা যেতে পারে বলেই জানা যায়। আর এই লেজভ্রিওর দাম অনলাইনে প্রায় ১,৭২৫ ইউয়ান অর্থাৎ ২৩৬ ডলার।

আরও পড়ুনঃ সন্দেশখালিতে TMC নেতার নেতৃত্বে গণধর্ষণ! ৭ মাসে পদক্ষেপ নেয়নি পুলিশ! এবার হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতা

কিন্তু প্রশ্ন বিড়ালের উপর পরীক্ষা না করা হলে কিভাবে বিড়ালের সুস্থতার জন্য ব্যবহার করা হচ্ছে: অনেক মালিকরা জানিয়েছেন, মানুষের ওষুধের ডোজ সামঞ্জস্য রেখে বিড়ালের জন্য ব্যবহার করা যেতে পারে। এটি সস্তাও হয়, সেইসাথে কাজ করে। আসলে ২০২০ সালে করোনা মহামারি শুধুমাত্র মানুষের জন্যই নয়, পশুদের জন্যও নানা ধরনের সমস্যার সৃষ্টি করে। মহামারির সময় দেখা যায়, প্রাণীদের বিভিন্ন রোগে আক্রান্ত হতে। তবে সেই সময় রোগের চিকিৎসা কিংবা প্রতিকার না থাকলেও, সম্প্রতি এর প্রতিকার পাওয়া গিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চিনের (China) পোষা বিড়ালদের জন্য ওষুধের ব্যবহার।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর