“কাঙাল” পাকিস্তানে চরম সঙ্কট, তাতে কী! কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ফৌজিদের মাথায় করে রাখছে পড়শি দেশ

বাংলাহান্ট ডেস্ক : আর্থিক অবস্থা তলানিতে। সরকার চালাতে হাত পাততে হচ্ছে বৈদেশিক শক্তির কাছে। ক্রমশ খালি হচ্ছে বিদেশি মুদ্রার ভান্ডার। এই আবহেই ক্রমশ জটিল হচ্ছে পাক-আফগান সীমান্তের পরিস্থিতি। পাকিস্তান (Pakistan) ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা দেখছেন অনেকেই। এই আবহেই প্রকাশ্যে এল পাক ফৌজিদের (Army Officer) বেতন (Salary) কাঠামো।

পাকিস্তানের (Pakistan) ফৌজিদের অর্থনৈতিক অবস্থা

আর্থিকভাবে ভেঙে পড়লেও ফৌজি কর্তাদের চোখে পড়ার মতো বেতন দিচ্ছে পাক সরকার। সাধারণ সৈনিক থেকে সেনা কর্তাদের বেতন কাঠামো শুনলে লজ্জা পাবে অনেক শক্তিধর দেশও। ভারতের মতোই তিন পদমর্যাদার সৈনিক রয়েছে পাকিস্তান সেনাবাহিনীতে (Pakistan Army)। এই নন কমিশন্‌ড অফিসার (এনসিও), জুনিয়র কমিশন্‌ড অফিসার (জেসিও) এবং অফিসারেরা আমাদের দেশের মতোই মূল বেতনের (বেসিক পে) সাথে পেয়ে থাকেন একাধিক ভাতা (অ্যালাউন্স)।

Pakistan army officer economic condition

এছাড়াও রয়েছে অন্যান্য সুযোগ-সুবিধা। জানা গেছে, পাক সেনাবাহিনীর একদম নিচের স্তরে থাকা এনসিও পদমর্যাদার সৈনিক চাকরি জীবনের শুরুর দিকে পেয়ে থাকেন মাসিক ১৮ থেকে ৩০ হাজার টাকার বেতন। স্থানীয় মুদ্রায় ২০ হাজার থেকে ৪০ হাজারের মধ্যে বেতন পান পাক সেনার জেসিওরা। তিন ধরনের অফিসার পদ রয়েছে পাক সেনা বাহিনীতে।

আরোও পড়ুন : স্টেট ব্যাঙ্কও নয় নিরাপদ? এবার সুপ্রিম কোর্টের কাছ থেকে বড়সড় ধাক্কা পেল SBI

সবথেকে নিচের স্তরে থাকেন জুনিয়র অফিসার, মধ্যবর্তী স্থানে সিনিয়র অফিসার ও সর্বোচ্চ স্তরে জেনারেল অফিসার। পাকিস্তানের (Pakistan) সেনাবাহিনীতে সব থেকে বেশি বেতন পেয়ে থাকেন এই অফিসারেরা। মাসে ৫০ হাজার থেকে ৯০ হাজার টাকা বেতন পেয়ে থাকেন পাকিস্থানের সেনাবাহিনীর ক্যাপ্টেনরা। মেজর পদমর্যাদার অফিসারদের মাসিক বেতন হয়ে থাকে ৬০ হাজার থেকে এক লক্ষ টাকার মধ্যে।

Pakistan army officer economic condition

পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাপ্টেনের ঊর্ধ্বতন হিসাবে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল এবং কর্নেল পদ। এই মাঝারি শ্রেণীর অফিসারদের মাসিক বেতন হয়ে থাকে ৮০ হাজার টাকা। জেনারেল পদমর্যাদার ব্রিগেডিয়াররা প্রতিমাসে বেতন হিসেবে পান দেড় লক্ষ টাকা। পাক সেনার সর্বেসর্বা জেনারেল পদমর্যাদার অফিসার। উচ্চ বেতনের সাথে এই অফিসারেরা পেয়ে থাকেন বিলাসবহুল বাড়ি, গাড়ি, ট্রান্সপোর্ট ও পরিবারের সদস্যদের চিকিৎসার খরচ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর