বাংলাহান্ট ডেস্ক : বাইক নিয়ে এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছোটেন না এমন মানুষ আজকের দিনে খুঁজে পাওয়া দুষ্কর। তবুও রোজ বাইক চালানোর পরেও বহু পোড় খাওয়া রাইডারকেউ পেট্রোল পাম্পে গিয়ে ঠকে যেতে হয়। বহু ক্ষেত্রেই তারা দিনের পর দিন ধরে হয় বুঝতে পারেন না, আর কোন কোন সময় পরে বুঝতে পারলেও তাদের কিছুই করার থাকে না।
পেট্রোল পাম্পে (Petrol Pump) গিয়ে না ঠকার উপায়
তাই পেট্রোল পাম্পে তেল ভরাতে গিয়ে বাইক আরোহীরা যাতে কোনোভাবেই ঠকে না যান, সে বিষয়ে আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হল। একটু খেয়াল করলে দেখবেন, পেট্রোল পাম্পের কর্মীরা অনেক সময়েই তেল দেওয়ার মেশিনের মিটারে শূন্য বা জিরো রিডিং আছে কিনা সেটা চেক করে নিতে বলেন। আর আপনি যদি সেটাই মিস করে যান, তাহলেই লস।
সাধারণত পেট্রোল পাম্পের মিটার শূন্য দেখানোর আপনার গাড়িতে পেট্রোল ভরা শুরু হবে। এরপর আপনি যত টাকার তেল ভরতে চাইছেন তার হিসেবেই পেট্রোল (Petrol) বা ডিজেল (Diesel) পাবেন। সাদা চোখে দেখলে বুঝতেই পারবেন না আপনি আদৌ ঠকে যাচ্ছেন কিনা। কিন্তু, এখানেই রয়েছে আসল সমস্যা। অনেক পেট্রোল পাম্পের মিটার সরাসরি ৫-৬ এ পৌঁছে যায়।
আরোও পড়ুন : স্টেট ব্যাঙ্কও নয় নিরাপদ? এবার সুপ্রিম কোর্টের কাছ থেকে বড়সড় ধাক্কা পেল SBI
সেই দিকে আপনাকে খেয়াল রাখতেই হবে। আসলে অধিকাংশ ক্ষেত্রেই চালকেরা ১০০, ২০০ বা ৫০০ টাকায় তেল ভরান। আর ঠিক সেখানেই হয়ে যায় মস্ত বড় ভুল। অনেকের কাছেই আজও বিষয়টা পরিষ্কার নয়। আসলে বহু পেট্রোল পাম্পের মেশিনে তেলের পরিমাণ আগে থেকেই সেট করা থাকে। এই প্রসঙ্গে বলে রাখা দরকার এটি কিন্তু সম্পূর্ণ বেআইনি কাজ।
আরোও পড়ুন : নতুন বছরে এই প্রথম! ডলারের নিরিখে বাড়ল টাকার দর, কত হল বৃদ্ধি?
তাই, আপনি যদি এই রকম প্রতারণা এড়াতে চান, তাহলে অবশ্যই লিটার মেপে তেল ভরাতে পারেন। নিজের এলাকার নির্ভরযোগ্য পেট্রোল পাম্পে (Petrol Pump) গিয়ে ২, ৩, ৫ লিটার পেট্রোল ভরান। একটা কথা সবসময় মনে রাখবেন, পেট্রোল পাম্প আপনাকে প্রতারিত করার চেষ্টা করলে অভিযোগ দায়ের করতে পারেন। সরাসরি সেই পাম্পের মালিককে অভিযোগ জানাতে পারেন।
এখন আপনার মনে হতেই পারে কিভাবে আপনি অভিযোগ জানাবেন? জেনে রাখুন, ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প (Petrol Pump) সম্পর্কে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর ১৮০০২২৪৩৪৪ তে কল করতে হবে। পাশাপাশি HP পেট্রোল পাম্প সম্পর্কে অভিযোগের জন্য টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৮০০২৩৩৩৫৫৫। এছাড়াও, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন পেট্রোল পাম্পের জন্য ১৮০০২৩৩৩৫৫৫ নম্বরে কল করতে পারেন।