আরও বেশি মানুষ পাবে সুবিধা! রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে বড় ‘সুখবর’

বাংলা হান্ট ডেস্কঃ তেরো থেকে তিরাশি, বাংলার সকল মানুষ যাতে ভালো থাকে সেদিকে কড়া নজর থাকে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal)। রাজ্যবাসীর সুবিধার্থে একাধিক প্রকল্প চালু করেছে সরকার। এবার এমনই একটি প্রকল্প (Government Scheme) নিয়ে সামনে আসছে বড় খবর। জানা যাচ্ছে, সম্প্রতি এই স্কিম নিয়ে নয়া নির্দেশ দেওয়া হয়েছে।

আরও বাড়বে এই প্রকল্পের (Government Scheme) সুবিধা!

রাজ্যের তরফ থেকে একাধিকবার একশো দিনের কাজে বঞ্চনার অভিযোগ তোলা হয়েছে। শেষমেষ এর বিকল্প হিসেবে কর্মশ্রী প্রকল্প (Karmashree Scheme) চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত যাদের একশো দিনের কাজের জব কার্ড রয়েছে, তাঁরা এই স্কিমের মাধ্যমে কাজ পাচ্ছেন। এবার এই কর্মশ্রী নিয়েই সামনে আসছে বড় খবর।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানতে পারেন, দিনহাটায় পরিযায়ী শ্রমিকদের কাগজপত্র দেখার নামে দিল্লি পুলিশ হেনস্থা করছে। এরপরেই কর্মশ্রী নিয়ে নয়া আপডেট সামনে আসছে। এবার থেকে রাজ্য সরকারের এই প্রকল্পের অধীন পরিযায়ী শ্রমিকদের আরও বেশি কাজ দিতে হবে। সেই সঙ্গেই আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ রাজ্যের নানান জেলা থেকে যে সকল মানুষ ভিন রাজ্যে কর্মরত রয়েছেন, তাঁদের পরিবারকেও কর্মশ্রীর অধীন আনতে হবে।

আরও পড়ুনঃ ‘বিজেপি বা কেন্দ্রীয় সরকারের…’! চার্জ গঠনের সময় বিস্ফোরক কুন্তল! নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়?

সোমবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের তরফ থেকে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল জেলাকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে জেলা প্রশাসনের কর্মশ্রী স্কিমের (Government Scheme) নোডাল অফিসার মামুন আক্তার বলেন, যে সকল ব্যক্তিদের জব কার্ড রয়েছে, তাঁদের মধ্যে কত সংখ্যক পরিযায়ী শ্রমিকের পরিবার রয়েছে সেই তথ্য নেওয়া হবে। এরপর সরকারি নির্দেশ মেনে সেই তালিকা অনুযায়ী কাজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

Nabanna Government of West Bengal Government scheme

রিপোর্ট বলছে, শ্রম দফতরের হিসেব অনুযায়ী, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার- এই তিন জেলা মিলিয়ে আড়াই লক্ষ নথিভুক্ত পরিযায়ী শ্রমিক রয়েছেন। তাঁরা দেশের নানান রাজ্যে কাজ করেন। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও বেশি। এই পরিযায়ী শ্রমিক পরিবারগুলির মধ্যে যারা নিজেদের গ্রামে আছেন, এবার তাঁদের আরও বেশি করে রাজ্য সরকারের কর্মশ্রী স্কিমের অধীন আনার কথা বলা হয়েছে।

নির্দেশ রয়েছে, আবাস যোজনায় এদের কাজ দিতে হবে। গত ডিসেম্বর মাসে রাজ্যের তরফ থেকে আবাস যোজনার (Government Scheme) টাকা দেওয়া হয়েছে। ফলে বর্তমানে রাজ্যের নানান প্রান্তে বাড়ি তৈরির কাজ চলছে। সেখানে তাঁদের কাজ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গ্রাম পঞ্চায়েত, ব্লক ও জেলা পরিষদের অধীন যে সকল ঠিকাদার রয়েছেন, নানান প্রকল্পে তাঁদেরও কাজ দেওয়া নিশ্চিত করার কথা বলা হয়েছে। জানা যাচ্ছে, সম্পূর্ণ বিষয়ে বিডিও ও জেলা পরিষদ কর্তৃপক্ষ নজর রাখবে। যে সকল পরিযায়ী শ্রমিকের পরিবার নিজেদের গ্রামেই আছেন, গ্রাম সংসদ থেকে তাঁদের তালিকাও তুলে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর