বাংলাহান্ট ডেস্ক : ডিসেম্বর মাস পড়তেই বিয়ের সানাই ডাজা শুরু। আর মোটে দিন কয়েক পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং রুবেল দাস। দীর্ঘদিনের প্রেম পরিণতি পেতে চলেছে বিয়েতে। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব তুঙ্গে। তার মধ্যেই চলছে শুটিং। সেখানে অবশ্য ঢিলে দেওয়ার নাম নেই কারোরই। শুটিংয়ের ফাঁকেই শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন শ্বেতা (Sweta Bhattacharya) রুবেল।
শ্বেতা (Sweta Bhattacharya) রুবেলের বিয়ের কার্ডের ছবি ভাইরাল
সূত্রের খবর বলছে, আগামী ১৯ শে জানুয়ারি বিয়ের তারিখ শ্বেতা (Sweta Bhattacharya) রুবেলের। প্রিয় জুটির বিয়ের হাল হকিকত সম্পর্কে জানতে মুখিয়ে রয়েছেন সকলে। ইতিমধ্যেই তাঁদের বিয়ের কার্ডের ছবিও এসেছে প্রকাশ্যে। লাল কার্ডের উপরে সুন্দর করে লেখা রয়েছে ‘বিয়ের গল্পকথা’। এবার ভাইরাল হল কার্ডের ভেতরকার ছবি।
কেমন সাজিয়েছেন কার্ড: মাথা খাটিয়ে অপরূপ সুন্দর করে বিয়ের কার্ড ডিজাইন করেছেন শ্বেতা (Sweta Bhattacharya) রুবেল। কার্ডের ভেতরে বর কনের সিঁদুরদান মুহূর্তের একটি কাট আউট ব্যবহার করা হয়েছে। এছাড়া ‘যমুনা ঢাকি’ ছবিতে শ্বেতা (Sweta Bhattacharya) রুবেলের অনস্ক্রিন বিয়ের ছবিটাও ব্যবহার করা হয়েছে। সঙ্গে লেখা, ‘শুভ পরিণয় রুবেল ও শ্বেতা’।
আরো পড়ুন : ফাঁড়া আর কাটছেই না, অপারেশনের পরেই ফের দুর্ঘটনা! গুরুতর আঘাতে রক্তাক্ত ‘তুঁতে’ দীপান্বিতা
বিয়ের প্রস্তুতি তুঙ্গে: বর্তমানে আইবুড়োভাত পর্ব চলছে দুই অভিনেতা অভিনেত্রীর। সিরিয়ালের সেটে এসেও অনেক অনুরাগী আইবুড়োভাত খাইয়ে যাচ্ছেন তাঁদের। প্রাপ্তি যোগও মন্দ হচ্ছে না। বহু মানুষের আশীর্বাদ, ভালোবাসা নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুজনে। নিজেদের পরিবার পরিজনের মধ্যে আশীর্বাদ পর্ব অবশ্য ডিসেম্বর মাসেই সেরে ফেলেছেন তাঁরা। রীতি মেনেই হয়েছে আশীর্বাদ। বিয়েটাও সম্পূর্ণ রীতি নিয়ম মেনেই হবে বলে জানা গিয়েছে।
আরো পড়ুন : আগ্রহ হারিয়েছে দর্শক, TRP তলানিতে, আচমকা বন্ধ হচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল
প্রসঙ্গত, যমুনা ঢাকির সেটে প্রথম শুরু হয়েছিল শ্বেতা (Sweta Bhattacharya) রুবেলের সম্পর্ক। পরিচয় ছিল অবশ্য আরো আগে থেকে। অভিনেতা জানিয়েছিলেন, বিয়ের আগে থেকে লিভ ইন সম্পর্ক বিশ্বাসী নন তাঁরা। তাই বিয়ের পর থেকেই একসঙ্গে থাকতে শুরু করবেন দুজনে।